ফার্ম মেশিনারি ট্রেন্ডের গুরত্ব ও প্রয়োজনীয়তা ( Importance and Necessity of the Farm Machinery Trade):

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
2

আজকের দুনিয়ায় কৃষি ও শিল্পে উন্নয়নের ক্ষেত্রে ফার্মশপ ও মেশিনারি বিরাট ভূমিকা পালন করছে। আজকের সভ্যতার স্বর্ণযুগে আমরা যে আধুনিক ওয়ার্কশপ ও মেশিনারির রূপ দেখতে পাচ্ছি তার সূচনা হয়েছিল সে আদিম যুগে সভ্যতার সুচনা লগ্নে। উন্নয়নের এ গতিময় ধারায় কার্যশপ ও মেশিনারির একটা বিরাট ভূমিকা রয়েছে। এর সাথে জড়িত সকল শিক্ষার্থী, প্রশিক্ষক, ফোরম্যান, শপ-অ্যাসিস্ট্যান্টসহ সব স্তরের জনগণকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তা হলেই আমাদের দেশও সমান তালে এগিয়ে যেতে পারবে উন্নয়নের গতিময় ধারায়। আমাদের দেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা কম নয়। কিন্তু হাতে-কলমে কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুবকের সংখ্যা নেহায়েতই নগণ্য। যাদের কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠা আছে এবং হাতে- কলমে কাজ করাকে ঘৃণা করে না তারা কখনো বেকার থাকে না। উন্নত দেশে হাতে-কলমে কাজ করাকে সবাই শ্রদ্ধার চোখে দেখে থাকে। আমাদেরও উচিত উন্নত বিশ্বকে অনুসরণ করে তাদের মতো উন্নতির সোপানে এগিয়ে যাওয়া।

ফার্ম মেশিনারি ট্রেডের প্রয়োগ ছাড়া আমাদের কৃষি উৎপাদন মোটেই সম্ভব নয়। এ ট্রেডের মাধ্যমে দেশের জনসংখ্যার এক বিরাট অংশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পথের দিশারী খুঁজে পাচ্ছে। এ ট্রেডের প্রসারের সাথে দেশের জনবলের উন্নয়ন, বেকারত্বের অবসান, বৈদেশিক অর্থ আয়ের পথ সুগম হওয়া, দারিদ্র দূরীভূত হওয়াসহ অন্যান্য অনেক সমস্যার সমাধানের পথ সুগম হচ্ছে। এ টেডের পূর্ণাঙ্গ সুফল ভোগ করতে হলে এর কারিগরি ও ব্যবহারিক দিকসমূহ সঠিকভাবে আয়ত্ব করতে হবে এবং তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তাই বর্তমান যুগে ফার্ম মেশিনারি ট্রেডের গুরত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য ।

Content added By
Promotion