ফ্রি হ্যান্ড স্কেচিং পদ্ধতি

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

একটি ফ্রি হ্যান্ড কেটিং পদ্ধঙ্গিFree Hand Sketching Methods)

একটি নকশা কত্ত কগুলো বিন্দু, সরলরেখা, ৰক্ৰৱেধা সমন্বয়ে গঠিত। সুতরাং, ফ্রি হ্যান্ড সেটিং এ সরলরেখা , বক্ররেখা বা বৃত্ত অংকন করারও কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মগুলো অতি সহজে এবং ভাড়াতাড়ি খসড়া নকশা অংকন বা স্কেচিং করা যায়। নিচে চিত্রে খালি হাতে যতদুর সম্ভব সোজা লাইন টানার পদ্ধতি দেখানো হলো।

নিচে চিত্রে খালি হাতে যতদুর সম্ভব সোজা লাইন টানা এবং একে বিভক্ত করার পদ্ধতি দেখানো হলো

নিচে চিত্রে খালি হাতে বৃত্ত আঁকার পদ্ধতি দেখানো হলো

ফ্রি হ্যান্ড স্কেচ এর প্রয়োজনীয়তা

প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও ডিজাইনারদের নিকট ফ্রি হ্যান্ড স্ট্রেচিং একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখায় নিয়োজিত ব্যাক্তিবর্গ তাদের ধারনাগুলো তাড়াতাড়ি রেকর্ড করার কাজে স্কেচিং ব্যাবহার করে থাকেন। নিজস্ব ইঞ্জিনিয়ারিং চিন্তা বা ধারনা অন্যকে সহজে বুঝানোর উপায় হিসেবে স্কেচিংকে বেচে নেয়া হয়। আসলে স্কেটিং হলো খসরা নকশা অংকন। খসরা নকশার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান সহজ হয় এবং পরবর্তীতে নকশার চুড়ান্ত রূপ দেয়া সম্ভব হয়।

 

 

Content added By
Promotion