বহুতল আবাসিক ইমারতের প্ল্যান, এলিভেশন, সেকশন অঙ্কনে বিবেচ্য বিষয়

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

একটি বহুতল আবাসিক ইমারতে একই সঙ্গে অনেক লোক বসবাস করে । সকলের চাহিদা, দৃষ্টিভঙ্গি, ব্যবহার বা প্রয়োগ করার ধরন একই রকম হয় না। এ কারণে ডিজাইন এবং ড্রয়িং করার সময়ও এ সকল বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। একটি বহুতল আবাসিক ইমারতে প্ল্যান, এলিভেশন, সেকশন অঙ্কনে বিবেচ্য বিষয়সমূহ নিম্নরূপ—

  • প্ল্যান অঙ্কনের সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটি ফ্লোর এর ধারাবাহিকতা বজায় থাকে। 
  • সিঁড়ি অঙ্কনের সময় আপ ডাউন, নিচ তলা, টিপিক্যাল ফ্লোর, সিঁড়ির নিচে প্রবেশ পথ হলে তাতে পোর্চ এবং এন্ট্রির ধরন ইত্যাদি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
  • প্ল্যানে টয়লেট বা বাথরুম ও কিচেন-এর পাইপ বা অন্যান্য কোনো পাইপের ট্রাপ নিচের অন্য ফ্লোর এর কোনো মেইন রুম বরাবর পরে কিনা তা লক্ষ্য রাখতে হবে। যতদূর সম্ভব কোনো রুম বরাবর না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 
  • যদি ফ্রেম স্ট্রাকচার হয় এবং কোনো ফ্লোরে রুম অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন করা প্রয়োজন হয় তখন রুমের মাঝ বরাবর যেন কোনো বিম না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • প্ল্যান অঙ্কনের সময় এলিভেশনে কিরূপ হবে তাও বিবেচনা করতে হবে। 
  • সকলের গাড়ির পার্কিং-এর জায়গা হবে কিনা হলে কীভাবে থাকবে তা ড্রয়িং-এ দেখাতে হবে।  
  • ডিজাইনের কারণে কেউ যেন অতিরিক্ত সুবিধা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখবে। আজকাল পর পর প্রতিটি ফ্লোর-এর বাইরের ডিজাইন একই হয় না তাই কোনো ফ্লোর এ কি রকম হবে ড্রয়িং করার সময় তা খেয়াল রাখতে হবে।
  • এলিভেশনে কোন অংশ সবচেয়ে দূরে আর কোণ অংশ সবচেয়ে কাছে তা ড্রয়িং-এ প্রকাশ করতে হবে। এজন্য লাইন থিকনেস প্রয়োগে সতর্ক থাকতে হবে। 
  • এলিভেশনে ম্যাটেরিয়ালসের সিম্বল প্রয়োজন হলে দেখাতে হবে। শুধুমাত্র ড্রয়িং সুন্দর দেখানোর জন্য ব্যবহার করা উচিত নয়। 
  • এলিভেশনে কোথাও বাঁকা বা বৃত্তাকার কিংবা স্লোপ বা হেলানো পৃষ্ঠ থাকলে তার জন্য প্রয়োজনীয় রেন্ডারিং করে বোঝাতে হবে। 
  • সেকশন করার সময় প্রতিটি কাটা অংশের এবং এলিভেশন অংশের ড্রয়িং গাঢ় ও হালকা (যেখানে যেটি প্রয়োজন) করে আঁকতে হবে। 
  • সেকশন করার সময় এলিভেশন অংশের ড্রয়িং যেন সেকশন অংশের চেয়ে গাঢ় না হয়। 
  • সেকশন করার সময় পরপর ফ্লোরে কক্ষসমূহের অবস্থান অঙ্কনে সতর্ক থাকতে হবে। সেকশনে সঠিক ম্যাটেরিয়ালস সিম্বল দেখাতে হবে। 
  • সেকশন, ও প্ল্যানে ডাইমেনশন দেয়ার সময় সাবধানতার সাথে সঠিক নির্ভুলভাবে ডাইমেনশন দিতে হবে। সেকশন ও প্ল্যানে ডিটেইলের অংশ সঠিকভাবে চিহ্নিত করতে হবে। 
  • মনে রাখতে হবে প্ল্যানের এবং ড্রয়িং-এর ছোট একটু ত্রুটি বাসিন্দাদের আজীবন ভোগান্তির কারণ হয়ে থাকবে।
Content added By
Promotion