আমরা ইতোপূর্বে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি। সরকার ব্যবস্থা রাষ্ট্রের স্তূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র ভার কাজ করে। সরকারের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। সাধারণভাবে সরকার বলতে আমরা বুঝি আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রিপরিষদ, শাসনকর্তা, আলামত ও পুলিশ। সামগ্রিকভাবে সরকারের তিনটি বিভাগ রয়েছে, যথা ১. নির্বাহী বা শাসন বিভাগ ২. বিচার বিভাগ বা ৩ আইন বিভাগ। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থার এ তিনটি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে। কেননা, সরকারের পূর্ণ তিনটি কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা আইন প্রণয়ন এবং ন্যায়কির প্রতিষ্ঠা করা। প্রশাসন পরিচালনা দুই ধরনের একটি কেন্দ্রীয় এবং অপরটি স্থানীয় শাসন। এ অধ্যায়ে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে অবহিত হন।