১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক গণহত্যা শুরু হলে বিচ্ছিন্নভাবে বাঙালিরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় । শপথ অনুষ্ঠানে বিপুলসংখ্যক দেশি-বিদেশি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নাম অনুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ করা হয় মুজিবনগর এবং সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে । এ সরকার গঠনের মাত্র দুই ঘণ্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমাবর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয় । তখন মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার ৮ নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয় ।
রাষ্ট্রপতি |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
উপ-রাষ্ট্রপতি |
সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ) |
প্রধানমন্ত্রী |
তাজউদ্দীন আহমদ |
অর্থমন্ত্রী |
ক্যাপ্টেন এম. মনসুর আলী |
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, কৃষিমন্ত্ৰী |
এ.এইচ.এম কামারুজ্জামান |
পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী |
খন্দকার মোশতাক আহমদ |
প্রধান সেনাপতি |
কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী |
চিফ অব স্টাফ |
লে. কর্নেল (অব.) আবদুর রব |
ডেপুটি চিফ অব স্টাফ |
গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার |
Read more