একসময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমান চৌধুরী। তিনি যখন একটি দলের বিশ্ববিদ্যালয় সভাপতি তখন একটি গণঅভ্যুত্থান দেশে সংঘটিত হয়। দেশ ও দেশের মানুষ মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক শৃঙ্খলা স্থাপনের তাগিদে এদেশের জনগণ আন্দোলনে শরীক হন।
ছাত্রনেতা যায়েদ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। পরে প্রতিবাদস্বরূপ লাশ নিয়ে মিছিল করতে চাইলে পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি। জানাজার পর শোক ও হরতালের কর্মসূচি দেওয়া হয়।
'ক' দেশটির স্বাধীনতা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রক্তে রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষপর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।
Read more