প্রিয় শিক্ষার্থী, বিগত দুটি সেশনে আমরা আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা শনাক্ত করেছি। মানুষ ও প্রকৃতির এই সমস্যাগুলোর উৎস অনুধাবন করলাম এবং কীভাবে তার সমাধান করা যায় তাও খুঁজে দেখলাম-এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা অন্যের প্রতি কীভাবে আমাদের সহমর্মিতা প্রকাশ করতে পারি তা জেনেছি। আমাদের অন্তরের এই সহমর্মিতাবোধ কোনো নির্দিষ্ট প্রাণী, ব্যক্তি, লিঙ্গ, শ্রেণি, সম্প্রদায়, অঞ্চল ইত্যাদির বিবেচনা করে আসে না। প্রকৃত সহমর্মী মানুষ স্থান-কাল-পাত্র ভেদ না করে, সকলের জন্যই সহমর্মিতা অনুভব করেন। অন্যের সুবিধা-অসুবিধাকে নিজের সুবিধা-অসুবিধার চেয়ে বড়ো করে দেখেন।
এই সেশন দুটিতে পবিত্র বাইবেল থেকে সহমর্মী হওয়া বিষয়ে শিক্ষক তোমাকে জানাবেন। শিক্ষক তোমাকে কিছু ছবি ও ভিডিও দেখাতে পারেন। এর মধ্য দিয়ে মানুষ ও সৃষ্টির প্রতি সহমর্মী হওয়া বিষয়ে তোমার ধারণা আরও সুস্পষ্ট হবে। মানুষ ও সৃষ্টির প্রতি সহমর্মি হওয়া বিষয়ে বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থে চমৎকার কিছু বিষয় লেখা আছে তা তুমি হয়তো কখনও শোননি। তুমি তোমার শ্রেণিতে অন্যান্য ধর্মাবলম্বী সহপাঠীদের সঙ্গে সহমর্মিতা বিষয়ে আলোচনাও করতে পারো। একটু ভেবে দেখো তো এটা কত মজার হবে যে তুমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সহমর্মী হওয়া বিষয়ে জানতে পারবে। এগুলো জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক যখন আলোচনা করবেন তখন খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবে কারণ কোনো কোনো বিষয় তোমার কাছে অজানা বা নতুন মনে হতে পারে।
পবিত্র বাইবেল থেকে সহমর্মিতা বিষয়ে কয়েকটি পদ তোমার জন্য উল্লেখ করা হলো-
লেবীয় ২৫:৩৫, ১ পিতর ৩:৮ ও মথি ২৫:৩৫-৪০।
অসহায়, অভাবী, গরিব দুঃখীদের প্রতি সহমর্মিতা: "যখন আমার খিদে পেয়েছিল তখন তোমরা আমাকে খেতে দিয়েছিলে; যখন পিপাসা পেয়েছিল তখন জল দিয়েছিলে; যখন অতিথি হয়েছিলাম তখন আশ্রয় দিয়েছিলে; যখন খালি গায়ে ছিলাম তখন কাপড় পরিয়েছিলে; যখন অসুস্থ হয়েছিলাম তখন আমার দেখাশোনা করেছিলে; আর যখন আমি জেলখানায় বন্দী অবস্থায় ছিলাম তখন আমাকে দেখতে গিয়েছিলে"। "আমার এই ভাইদের মধ্যে সামান্য কোন একজনের জন্য যখন তা করেছিলে তখন আমারই জন্য তা করেছিলে।" - (মথি ২৫:৩৫-৩৬,৪০)।
একে অপরের প্রতি সহমর্মিতা "সবশেষে বলি, তোমরা সবাই পরস্পরের সঙ্গে মিল রেখে বসবাস করো; তোমরা সহানুভূতিশীল, একে অপরকে ভালোবাসো, দরদি ও নতনম্ন হও।" - ১ পিতর ৩:৮।
অসহায়, অভাবীদের ও অসমর্থদের প্রতি সহমর্মিতা: "যদি তোমাদের দেশবাসীর মধ্যে কেউ দরিদ্র ও তোমাদের মাঝে নিজের ভরণ-পোষণ চালাতে অসমর্থ হয়, তাহলে তাকে সাহায্য করো, যেমন তোমরা বিদেশী এবং অপরিচিতদের প্রতি করে থাকো; যেন তোমাদের মাঝে সে বসবাস করতে পারে।" লেবীয় ২৫:৩৫ পদ।
তোমাকে একটু সহজ করে বলি
সহমর্মিতা হলো অন্যের দুঃখকষ্টে সমব্যথী হওয়া। পবিত্র বাইবেলে অসহায়, অসমর্থ, গরিব, দুঃখী, পিছিয়ে পড়াসহ সকল মানুষ ও সৃষ্টির প্রতি সহমর্মী হতে নির্দেশনা প্রদান করা হয়েছে। মানুষ ও সৃষ্টির প্রতি সহমর্মী হওয়ার মধ্য দিয়ে আমরা স্রষ্টার সেবা করতে পারি। আমাদের নৈতিক দায়িত্ব হলো মানুষ ও সৃষ্টির প্রতি সহমর্মী হওয়া। আমরা মানুষসহ সকল সৃষ্টির প্রতি সহমর্মী হবো।
সকল ধর্মে সহমর্মিতা
পবিত্র বাইবেল ও বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে সহমর্মী হওয়া বিষয়ে কী লেখা আছে তা দলগতভাবে আলোচনা করে তোমাদের লিখতে হবে। শিক্ষক তোমাদের সংখ্যা অনুসারে ২টি বা ৩টি দলে ভাগ করবেন। শিক্ষক তোমাদের যে কাজ করতে বলবেন তা নিচের বক্সে দলনেতাকে লিখতে হবে। শিক্ষক তোমাদের আলোচনার জন্য সময় নির্দিষ্ট করে দিবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে। সবাই গুরুত্ব সহকারে আলোচনায় অংশগ্রহণ করো কি না শিক্ষক তা পর্যবেক্ষণ করবেন। এই কাজটি করার সময় তুমি তোমার শ্রেণিতে অন্যান্য ধর্মাবলম্বী সহপাঠীদের কাছথেকে সহমর্মিতা বিষয়ে তথ্য সংগ্রহ ও আলোচনা করতে পারো।
আলোচনা শেষে প্রত্যেক ধর্মীয় গ্রন্থাবলি উল্লেখ করে সহমর্মিতা বিষয়ে একটি করে অনুচ্ছেদ লিখো।
প্রত্যেক ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে সহমর্মিতা বিষয়ে এখানে একটি করে অনুচ্ছেদ লেখো।
পবিত্র কুরআন-
পবিত্র ভগবদ্গীতা-
পবিত্র ত্রিপিটক-
পবিত্র বাইবেল-
|
আরও দেখুন...