On This Page

বাক্য

ষষ্ঠ শ্রেণি (দাখিল) - বাংলা - অর্থ বুঝে বাক্য লিখি | NCTB BOOK

নিচের বাক্যগুলো পড়ো এবং বাকাগুলোতে সাধারণভাবে কী অর্থ প্রকাশ পাচ্ছে তার উল্লেখ করো।

১. আমি বাজারে যাচ্ছি।______________

২. তুমি কোথায় যাচ্ছ?____________

৩. তুমি বাজারে যাও।_____________

৪. ওরে বাবা! কত বড়ো বাজার।___________

 

বিভিন্ন ধরনের বাক্য

 যে কোনো বাকাই কোনো না কোনো অর্থ প্রকাশ করে। বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয়।   এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই, কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বোঝাই এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ময় প্রকাশ পায়।

 

বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাকাকে চার ভাগে ভাগ করা যায়।

১. বিবৃতিবাচক বাক্যঃ সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন: আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন।

২. প্রশ্নবাচক বাক্যঃ কারো কাছ থেকে কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয় বা লেখা হয়, সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন: তুমি কি জানো কাল কে আসবেন স্কুলে? 

৩. অনুজ্ঞাবাচক বাক্য: আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন: তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা কোরো।

৪. আবেগৰাচক বাক্য: কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয়, সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। যেমন: দারুণ। তুমি সময়মতো আসতে পেরেছ।

 

বিভিন্ন ধরনের বাক্য খুঁজি

'সুখী মানুষ' নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করো।

১. বিবৃতিবাচক বাক্যঃ _________________

২. প্রশ্নবাচক বাক্যঃ ___________________

৩.অনুজ্ঞাবাচক বাক্যঃ _________________

৪. আবেগবাচক বাক্যঃ__________________ 

 

অনুচ্ছেদ লিখি

বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখো।

 
 
 
 
 
 
 
 
 
 

 

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion