বাগেরহাট জেলা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
2
  • ইহা মধুমতি নদীর তীরে অবস্থিত। বাগেরহাট থেকে এর নামকরণ করা হয়।
  • পীরে কামেল হযরত খান জাহান আলী (রাঃ) সর্বপ্রথম এ প্রতিষ্ঠা করেন।
  • এখানে খান জাহান আলী নির্মিত ষাট গম্বুজ মসজিদ রয়েছে। যার গম্বুজ সংখ্যা ৭৭+৪=৮১ টি।
  • মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ষাট গম্বুজ মসজিদ।
  • UNESCO ষাট গম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হেরিটেজ (বিশ্ব ঐতিহ্য) ঘোষণা করে ১৯৮৫ সালে।
  • অযোধ্যা মঠ, জিন্দাপীরের মাজার, ঘোড়া দিঘি রয়েছে বাগেরহাটে।
  • মংলা সমুদ্র বন্দর-বাগের হাটে। এটি পশুর নদীর তীরে। মহিষ প্রজনন কেন্দ্র- বাগেরহাট।
  • বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমির পরিমাণ বিদ্যমান- বাগেরহাটে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- হযরত খান জাহান আলী, আনিসুজ্জামান, ড. নীলিমা ইব্রাহিম (কবি ও সাহিত্যিক)।
Content added By
Promotion