হাই স্কুল মোড়ের সামনে দুজন ব্যক্তি ঝালমুড়ি বিক্রি করে। স্কুলের সব ছাত্র তাদের কাছ থেকেই ঝালমুড়ি খায়। মুড়ি বিক্রেতাদ্বয় পরস্পর বন্ধু না১০ হলেও নতুন কাউকে এখানে মুড়ি বিক্রি করতে দিতে রাজি নয়।
লালমনি শহরে চারটি কোচিং সেন্টার আছে। যারা বিভিন্ন ফি-এর বিনিময়ে ছাত্রদের নিয়মিত কোচিং করায়। কোনো কোচিং যদি কোনো কোর্সে ছাড় বা বিশেষ সুযোগ দেয়, তাহলে বাকিদেরও সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। শহর এলাকায় কোচিংগামী ছাত্রদের সবাই চারটির কোনো না কোনো সেন্টারের ছাত্র।
রহমান সাহেব প্রতি মাসে বাজার থেকে একই কোম্পানির সাবান, তেল, কাপড় কাচার পাউডার ক্রয় করে থাকেন। রহমান সাহেব মনে করেন তার কোম্পানির পণ্যগুলো অন্যেরা পূর্ণ নকল করতে পারে না। কেউ পণ্য নকল ▶ করতে না পারলেও এই বাজারে ভারসাম্য লক্ষ করা যায়।
Read more