বাফার দ্রবণ

একাদশ- দ্বাদশ শ্রেণি - রসায়ন - রসায়ন- প্রথম পত্র | NCTB BOOK
7.7k
Summary

বাফার দ্রবণ:

বাফার দ্রবণ হল এমন একটি দ্রবণ, যার pH মান সামান্য পরিমাণ সরল এসিড বা ক্ষারক যোগ করার পরেও প্রায় অপরিবর্তিত থাকে। দ্রবণের pH পরিবর্তনের প্রতিরোধ ক্ষমতাকে বাফার ক্ষমতা এবং এই প্রক্রিয়াকে বাফার কৌশল বা বাফার ক্রিয়া বলা হয়।

বাফার দ্রবণের শ্রেণীবিভাগ:

  • অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ: এটি একটি দুর্বল এসিড এবং ঐ এসিডের সবল ক্ষারের লবণের নির্দিষ্ট অনুপাতে তৈরি হয়। যেমন: CH3COOH+CH3COONa, H2CO3+NaHCO3, HCN+NaCN
  • ক্ষারীয় প্রকৃতির বাফার দ্রবণ: এটি কোনো দুর্বল ক্ষারক এবং এর সবল এসিডের সমন্বয়ে গঠিত লবণের নির্দিষ্ট অনুপাতে তৈরি হয়। উদাহরণ: NH4OH+NH4Cl

বাফার দ্রবণ বলতে কী বুঝ? এর শ্রেণিবিভাগ উল্লেখ কর। 

যে দ্রবণের সামান্য পরিমাণ সরল এসিড বা ক্ষারক যোগ করার পরেও দ্রবণের pH মান প্রায় অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে। কোনো দ্রবণের pH পরিবর্তনের প্রতিরোধ করার ক্ষমতা সে দ্রবণের বাফার ক্ষমতা বলে এবং এক্ষেত্রে দ্রবণটি যে কৌশল অবলম্বন করে তা বাফার কৌশল বা বাফার ক্রিয়া বলে। এটি দুই ধরনের হয়।

১। অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ (Buffer solution of acidic nature): এটি একটি দুর্বল এসিড এবং ঐ এসিডের সবল ক্ষারের সময়ে লবণের নির্দিষ্ট অনুপাতে তৈরি করা। যেমন-

CH3​COOH+CH3​COONa ও H2​CO3​+NaHCO3​,HCN+NaCN

২। ক্ষারীয় প্রকৃতির বাফার দ্রবণ (Buffer solution of alkaline nature): এটি কোনো দুর্বল ক্ষারক এবং এর সবল এসিডের সমন্বয়ে গঠিত লবণের নির্দিষ্ট অনুপাতে তৈরি হয়।

NH4​OH+NH4​Cl 

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...