- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | NCTB BOOK

বায়ুমণ্ডলীয় স্তর (Atmospheric Layer)

বায়ুমন্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়। যথা- ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমন্ডল ও এক্সোমণ্ডল। উল্লিখিত স্তরগুলোর প্রথম তিনটি সমমণ্ডল (Homosphere) এবং পরবর্তী দুটি বিষমমণ্ডল (Hetrosphere)-এর অন্তর্ভুক্ত।

 

Content added By
কাচের তৈরি ঘর
সবুজ আলোর আলোকিত ঘর
সবুজ ভবনের নাম
সবুজ গাছপালা
সোডিয়াম সালফেট
সোডিয়াম থায়োসালফেট
সিলভার ক্লোরাইড
সোডিয়াম বাইসালফেট
সবুজ বৃক্ষ ধ্বংস হওয়া
নিম্ন ভূমি নিমজ্জিত হওয়া
সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়া
তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
Promotion