বাড়িতে নিরাপত্তা রক্ষা

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - আমাদের দায়িত্ব ও কর্তব্য | | NCTB BOOK
47
47

বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে :

• ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা 

• খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা 

• ঔষধ ও কীটনাশকের পায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে 

• গ্যাসের চুলা ও বিদ্যুত ব্যবহারের পর বন্ধ রাখা 

•  আগুনের ব্যবহারে সতর্ক থাকা 

• অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা 

• বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা

 

ঘরের বাইরে নিরাপদ থাকার উপায় : 

• দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা 

• জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা 

• রাস্তায় খেলাধুলা না করা 

• রাস্তা পারাপারে সতর্ক থাকা।

 

ক. এসো বলি

তুমি কি কখনো পরিচিত কারও কোনো দুর্ঘটনা ঘটতে দেখেছ? অথবা তোমার বাড়িতে কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেছিল? দুর্ঘটনাটি কী ধরনের ছিল? কেন ঘটেছিল? দুর্ঘটনাটি এড়ানোর কোন কোন উপায় ছিল? ছোট দলে আলোচনা কর।


খ. এসো লিখি

এমন একটি দুর্ঘটনা বর্ণনা কর যে দুর্ঘটনার কবলে ভূমি বা তোমার পরিচিত কেউ পড়েছিল । ভবিষ্যতে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি বা করবে তা লেখ।


গ. আরও কিছু করি

প্রাথমিক চিকিৎসার বাক্সে যে উপকরণগুলো থাকে সেগুলোর কোনটি কোন প্রয়োজনে আসে তা তালিকার আকারে লেখ।


ঘ. যাচাই করি

বাক্যটি সম্পূর্ণ কর :

প্রাথমিক চিকিৎসার বাক্স আমাদের যে উপকারে আসে তা হলো--------------------------------।

Content added By
Promotion