বেভেল গিয়ার: অক্ষদ্বয় পরস্পরকে ছেদ করে এবং একই সমতলে অবস্থিত দুটি শ্যাফটকে সংযোগ করতে বা শক্তি পরিবহন করাতে যে গিয়ার ব্যবহার করা হয় তাকে বেভেল গিয়ার বলে। হিন্ন শীর্ষকোণ (Truncated Cone) এর উপরিভাগে দাঁত উৎপন্ন হলে দাঁতগুলো দেখতে যেমন নত বা ইনক্লাইন্ড দেখায়, এ জাতীয় গিয়ারের দাঁতগুলো তেমন দেখায়। এর শ্যাফট দু'টির অক্ষ একই তলে অথচ অসমান্তরাল (সাধারণত ৯০° কোণে) থাকে অর্থাৎ অক্ষ দু'টিকে বর্ধিত করলে এরা পরস্পরকে ছেদ করে।ড্রিলিং, মিলিং, শেপিং ইত্যাদি মেশিনে লম্বা শ্যাফট হতে অনুভূমিক শ্যাফটে শক্তি পরিবহনে এ-জাতীয় গিয়ার ব্যবহৃত হয়। নিচে এক জোড়া বিভেল গিয়ারের চিত্র দেয়া হল ।
Read more