বিশেষণ (পরিচ্ছেদ ২০)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি | NCTB BOOK
4.5k
Summary

বিশেষণ শব্দগুলি সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, এবং অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। বিশেষণের বিভিন্ন শ্রেণিবিভাগ রয়েছে:

  1. বর্ণবাচক: রং নির্দেশ করে; যেমন: নীল আকাশ, সবুজ মাঠ।
  2. গুণবাচক: গুণ বা বৈশিষ্ট্য বোঝায়; যেমন: চালাক ছেলে, ঠান্ডা পানি।
  3. অবস্থাবাচক: অবস্থা বোঝায়; যেমন: চলন্ত ট্রেন, তরল পদার্থ।
  4. ক্রমবাচক: ক্রমসংখ্যা বোঝায়; যেমন: এক টাকা, আট দিন।
  5. পূর্ণবাচক: পূরণসংখ্যা বোঝায়; যেমন: তৃতীয় প্রজন্ম, ৩৪তম অনুষ্ঠান।
  6. পরিমাণবাচক: পরিমাণ বা আয়তন বোঝায়; যেমন: আধা কেজি চাল, অনেক লোক।
  7. উপাদানবাচক: উপাদান নির্দেশ করে; যেমন: বেলে মাটি, পাথুরে মূর্তি।
  8. প্রশ্নবাচক: প্রশ্নবাচকতা নির্দেশ করে; যেমন: কেমন গান? কতক্ষণ সময়?
  9. নির্দিষ্টতাবাচক: বিশেষিত শব্দকে নির্দিষ্ট করে; যেমন: এই দিনে, সেই সময়।
  10. ভাববাচক: বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে; যেমন: খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে।
  11. বিধেয় বিশেষণ: বাক্যের বিধেয় অংশে ব্যবহৃত হয়; যেমন: লোকটা পাগল, এই পুকুরের পানি ঘোলা।

যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে। যেমন সুন্দর ফুল, বাজে কথা, পঞ্চাশ টাকা, হাজার সমস্যা, তাজা মাছ।

বিশেষণের শ্রেণিবিভাগ

কোন কোন শ্রেণির শব্দকে বিশেষিত করে, সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। বিশেষণ শব্দটি কীভাবে গঠিত হয়েছে, সেই বিবেচনায়ও বিশেষণকে ভাগ করা সম্ভব। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে।

১. বর্ণবাচক: যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন- নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা এখানে 'নীল', 'সবুজ' বা 'লাল' হলো বর্ণবাচক বিশেষণ। 

২. গুণবাচক: যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন চালাক ছেলে, ঠান্ডা পানি- এখানে 'চালাক' ও 'ঠান্ডা' হলো গুণবাচক বিশেষণ। 

৩. অবস্থাবাচক: যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন, তরল পদার্থ - এখানে 'চলন্ত' ও 'তরল' অবস্থাবাচক বিশেষণ। 

৪. ক্রমবাচক: যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায়, তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন এক টাকা, আট দিন- এখানে 'এক' ও 'আট' ক্রমবাচক বিশেষণ। 

৫. পূরণবাচক: যে বিশেষণ দিয়ে পূরণসংখ্যা বোঝায়, তাকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন- তৃতীয় প্রজন্ম, ৩৪তম অনুষ্ঠান - এখানে 'তৃতীয়' ও '৩৪তম' পূরণবাচক বিশেষণ।

৬. পরিমাণবাচক: যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন - আধা কেজি চাল, অনেক লোক এখানে 'আধা কেজি' ও 'অনেক' পরিমাণবাচক বিশেষণ। 

৭. উপাদানবাচক: যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বিশেষণ বলে। যেমন বেলে মাটি, পাথুরে মূর্তি এখানে 'বেলে' ও 'পাথুরে' উপাদানবাচক বিশেষণ। 

৮. প্রশ্নবাচক: যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয়, তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন কেমন - গান? কতক্ষণ সময়? এখানে 'কেমন' ও 'কতক্ষণ' প্রশ্নবাচক বিশেষণ। 

৯. নির্দিষ্টতাবাচক: যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন- এই দিনে, সেই সময় এখানে 'এই' ও 'সেই' নির্দিষ্টতাবাচক বিশেষণ।

১০. ভাববাচক বিশেষণ: যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। যেমন - 'খুব ভালো খবর' ও ‘গাড়িটা বেশ জোরে চলছে’ - এসব বাক্যে 'খুব' এবং 'বেশ' ভাববাচক বিশেষণ।

১১. বিধেয় বিশেষণ: বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। যেমন- 'লোকটা পাগল' বা 'এই পুকুরের পানি ঘোলা' বাক্য দুটির 'পাগল' ও 'ঘোলা' বিধেয় বিশেষণ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সকাল আটটার সময়ে সে রওয়ানা হলো।
অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।
সে লিখছে আর হাসছে।

অনুশীলনী

721

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে? ক. বিশেষ্য ও বিশেষণ খ. বিশেষ্য ও সর্বনাম গ. বিশেষণ ও ক্রিয়াবিশেষণ ঘ. বিশেষণ ও অনুসর্গ 

২. 'সবুজ মাঠের পরে আমাদের গ্রাম' - বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? ক. মাঠের খ. আমাদের গ. সবুজ ঘ. পরে 

৩. বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? ক. লাল খ. আধা গ. পাথুরে ঘ. এক 

৪. 'চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না' বাক্যটিতে 'চলন্ত' কোন জাতীয় বিশেষণ? - ক. অবস্থাবাচক খ. উপাদান বাচক গ. গুণবাচক ঘ. ভাববাচক 

৫. নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? ক. খুব ভালো খবর খ. লোকটা পাগল গ. আধা কেজি চাল ঘ. কতক্ষণ সময় 

৬. 'তৃতীয়' কোন জাতীয় বিশেষণ? ক. পূরণবাচক খ. পরিমাণবাচক গ. ক্রমবাচক ঘ. গুণবাচক

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...