বিসর্গসন্ধি

অষ্টম শ্রেণি (দাখিল) - বাংলা ব্যাকরণ ও নির্মিতি - সন্ধি | | NCTB BOOK

বিসর্গ (ঃ )-এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়, তাকে বিসর্গসন্ধি বলে। উচ্চারণের দিক থেকে বিসর্গ দু রকম :

১. র্-জাত বিসর্গ : শব্দের শেষে র্ থাকলে উচ্চারণের সময় র্ লোপ পায় এবং র্-এর জায়গায় বিসর্গ (ঃ) হয়। উচ্চারণে র্ বজায় থাকে। যেমন : অন্তর > অন্তঃ + গত = অন্তর্গত (অতোগতো)।

৬. স্-জাত বিসর্গ : শব্দের শেষে স্ থাকলে সন্ধির সময় স্ লোপ পায় এবং স্-এর জায়গায় বিসর্গ ( ঃ ) হয়। উচ্চারণে স্ বজায় থাকে। যেমন : নমস্ > নমঃ + কার নমস্কার ( নমোকার্ )।

বিসর্গসন্ধি দু-ভাবে সাধিত হয় :

১. বিসর্গ ( ঃ ) ও স্বরধ্বনি মিলে
২. বিসর্গ ( ঃ ) ও ব্যঞ্জনধ্বনি মিলে।

 

১. বিসর্গ ও স্বরধ্বনির সন্ধি

ক. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে ও-কার হয়। যেমন :

     ততঃ + অধিক = ততোধিক                যশঃ + অভিলাষ = যশোভিলাষ

     বয়ঃ + অধিক = বয়োধিক

খ. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি মিলে র হয়। যেমন :

     পুনঃ + অধিকার = পুনরধিকার            প্রাতঃ + আশ = প্রাতরাশ

     পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি                 পুনঃ + উক্ত = পুনরুক্ত

 

২. বিসর্গ ও ব্যঞ্জনধ্বনির সন্ধি

ক. অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে বর্গের ৩য়/ ৪র্থ/ ৫ম ধ্বনি অথবা য, র, ল, হ থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে র-জাত বিসর্গে র/ রেফ (^) এবং স-জাত বিসর্গে ও-কার হয়। যেমন :

র-জাত বিসর্গ : র

অন্তঃ + গত = অন্তর্গতপুনঃ + জন্ম = পুনর্জন্ম
অন্তঃ + ধান = অন্তৰ্ধানপুনঃ + বার = পুনর্বার
অন্তঃ + ভুক্ত = অন্তর্ভুক্তপুনঃ + মিলন = পুনর্মিলন

স-জাত বিসর্গ : ও

ক.

মনঃ + গত = মনোগতসদ্যঃ + জাত সদ্যোজাত
তিরঃ + ধান = তিরোধানতপঃ + বন = তপোবন
অধঃ + মুখ = অধোমুখমনঃ + যোগ = মনোযোগ
মনঃ + রম = মনোরমমনঃ + লোভা = মনোলোভা
মনঃ + হর = মনোহর 

 

খ. বিসর্গের পরে চ/ছ থাকলে বিসর্গের স্থলে শ; ট/ঠ থাকলে ষ এবং ত/থ থাকলে স হয়। যেমন :

নিঃ + চয় = নিশ্চয়শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
দুঃ + চরিত্র = দুশ্চরিত্রনিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কারনিঃ + ঠুর = নিষ্ঠুর
চতুঃ + টয় = চতুষ্টয় 
দুঃ + তর = দুস্তরনিঃ + তেজ = নিস্তেজ
ইতঃ + তত = ইতস্ততদুঃ + থ = দুস্থ

 

গ. অ/আ ভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরধ্বনি, বর্গের ৩য় / ৪র্থ / ৫ম ধ্বনি অথবা য, র, ল, হ থাকলে বিসর্গ স্থলে র হয়। যেমন :

নিঃ + অবধি = নিরবধিনিঃ + আপদ
নিঃ + গত = নির্গতনিঃ + ঘণ্ট - নির্ঘণ্ট
নিঃ + বাক্ = নির্বাকনিঃ + ভয় = নির্ভয়
আবিঃ + ভাব = আবির্ভাবআশীঃ + বাদ = আশীর্বাদ
দুঃ + অবস্থা = দুরবস্থাদুঃ + আচার দুরাচার
দুঃ + গতি = দুর্গতিদুঃ + বোধ = দুর্বোধ
প্রাদুঃ + ভাব = প্রাদুর্ভাবদুঃ + মর = দুর্মর
দুঃ + যোগ = দুর্যোগদুঃ + লভ = দুর্লভ

 

ঘ. র-জাত বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পায় এবং প্রথম স্বর দীর্ঘ হয়। যেমন :

নিঃ + রব = নীরবনিঃ + রস = নীরস
নিঃ + রোগ = নীরোগ 

 

ঙ. অ/আ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে স হয়। যেমন :

নমঃ + কার = নমস্কারতিরঃ + কার = তিরস্কার
পুরঃ + কার =ভাঃ + কর = ভাস্কর

 

চ. ই/উ ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থলে ষ হয়। যেমন :

নিঃ + কাম = নিষ্কামনিঃ + পাপ = নিষ্পাপ
নিঃ + ফল = নিষ্ফলবহিঃ + কার = : বহিষ্কার
চতুঃ + পদ = চতুষ্পদচতুঃ + কোণ = চতুষ্কোণ
আবিঃ + কার = আবিষ্কারদুঃ + পাচ্য = দুষ্পাচ্য

 

ছ. কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না। যেমন :

প্রাতঃ + কাল প্রাতঃকালমনঃ + কষ্ট = মনঃকষ্ট
শিরঃ + পীড়া = শিরঃপীড়াঅন্তঃ + করণ অন্তঃকরণ

 

জ. কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না। যেমন :

অতঃ + এর = অতএব 

 

বিসর্গ সন্ধির কিছু ব্যতিক্রম :

অহঃ + অহ = অহরহঅহঃ + নিশা= অহর্নিশ
Content added || updated By
Promotion