বেভারেজ কুলার

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

বেভারেজ কুলার

বেভারেজ কুলারের অর্থ কোমল পানীয় যেমন পানীয়, শরবত, জুস, কোকাকোলা, ফান্টা, পেপসি, আর সি কোলা প্রভৃতি সুপেয় পানি শীতল রাখে । উক্ত পানীয় দ্রব্য সুপের তাপমাত্রায় শীতল করার জন্য ব্যবহৃত হিমায়ন যন্ত্রের কেবিনেটের তাপমাত্রা ভিন্ন ভিন্ন রাখা হয় । সাধারণত বেভারেজ কুপারের তাপমাত্রা হয় ৮ সেঃ থেকে ১২° সেঃ পর্যন্ত রাখা হয়।

বেভারেজ কুলারের ধরণ

এটা এক ধরনের বোতল কুলার । বোতল কুলারে অ্যালকোহলিক দ্রব্যাদি ঠান্ডা করে পরিবেশন করা হয়। অপর দিকে বেভারেজ কুলার এ সকল ধরনের পানি ঠান্ডা করা হয়।

বেভারেজ কুলারের শ্রেণি

এর ব্যবহৃত রেফ্রিজারেশন সিস্টেমের যন্ত্রপাতি সাধারণ রেফ্রিজারেটর এর মত। হিমায়ন সাইকেলে ব্যবহৃত কম্পোনেন্ট কন্ডেনসার, কম্প্রেসর, ইভাপোরেটর, এক্সপানশন ভালভ ছাড়াও সলিনয়েড ভালভ, এ্যাকুমুলেটর ও রিসিভার থাকে। নিচে বেভারেজ কুলারের শ্রেণিবিন্যাস দেয়া হল-

বেভারেজ কুলার

  • অ্যালকোহলিক (Alcoholic )
  • নন অ্যালকোহলিক (Non Alcoholic )

অ্যালকোহলিক

  • ফারমেনটেড ড্রিংক (Fermented Drink)
  • ডিস্টিল্ড ড্রিংক (Distilled Drink )

নন অ্যালকোহলিক

  • Refreshino Drink (রিফ্রেশিনো ড্রিংক)
  • Stimulating Drink (স্টিমুলেটিং ড্রিংক)
  • Nourishing Drink (নারিশিং ড্রিংক)

 

Content added By
Promotion