বেসিক ওয়েল্ড জোড়া (Basic Welds Joint)

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ২ - দ্বিতীয় পত্র | | NCTB BOOK
7
7

ওয়েল্ডিং জোড়ার প্রকারভেদ:

আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ASME) এবং আমেরিকান ওয়েংি সোসাইটি (AWS) ওয়েল্ডিং জোড়াকে ০৫ (পাঁচ) ভাগে বিভক্ত করেন। যেমন:-

২.৮.১ গ্রুভ ও ফিলেটের জন্য ওয়েল্ডিং পজিশন

আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ASME) এবং আমেরিকান ওয়েন্ডিং সোসাইটি (AWS) ওয়েল্ডিং পজিশনগুলোকে সংখ্যা ও বর্ণ একত্রিত করে প্রকাশ করে, যেমন- 1F, 1G, 2F, 2G ইত্যাদি। এখানে, সংখ্যা দিয়ে ওয়েন্ডিং পজিশন এবং বর্ণ দিয়ে ওরেন্স এর আকৃতি, প্রকৃতি এবং জোড়ার প্রস্তুতির ধরনকে নির্দেশ করে। যেমন-

ফিলেট ওয়েল্ড সাধারণত চারটি অবস্থানে ওয়েল্ডিং করা যায়। যথা-

1F = সমতল অবস্থানে জোড়া দেওয়া (Flat position )

2F = অনুভূমিক অবস্থানে জোড়া দেওয়া (Horizontal position) 3F = উলম্ব অবস্থানে জোড়া দেওয়া (Vertical position)

4F = ওভার হেড অবস্থানে (Overhead Position) জোড়া দেওয়া অর্থাৎ জবের তলদেশে জোড়া দেওয়া

অনুরূপ ভাবে, খুঁত বা বিভেল আকৃতির ওয়েভ চারটি অবস্থানে ওয়েল্ডিং করা যায়। যথা-

1G = সমতল অবস্থানে জোড়া দেওয়া (Flat position)

2G = আনুভূমিক অবস্থানে জোড়া দেওয়া (Horizontal position) 3G = উলম্ব অবস্থানে জোড়া দেওয়া (Vertical position)

4G = ওভার হেড অবস্থানে জোড়া দেওয়া অর্থাৎ জবের তলদেশে জোড়া দেওয়া (Overhead position)

চারটি পজিশনে গুড ও ফিলেট ওয়েল্ড পাশাপাশি রেখে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং জোড়া দেখানো হলো-

২.৮.২ পাইপের ক্ষেত্রে ওয়েল্ডিং পজিশন

পাইপ এর ক্ষেত্রে নিখুঁত জোড়ার গুরুত্ব সর্বাধিক। কারণ, পাইপের মাধ্যমে জ্বালানী গ্যাস, জ্বালানী তেল ও রাসায়নিক পদার্থ উচ্চ চাপে পরিবহন বা সঞ্চালন করা হয়। তাই এক্ষেত্রে অধিক নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য ত্রুটিমুক্ত ওয়েল্ডিং জোড়া প্রয়োজন। এক্ষেত্রে পাইপের জোড়া ওয়েন্ডিং করতে ওয়েল্ডারের অধিক দক্ষতার প্রয়োজন হয়। তবে পাইপের ওয়েল্ডিং পজিশন জেনে ওয়েন্ডিং অনুশীলন করলে দ্রুত দক্ষতা অর্জন সম্ভব। ৩জি ও ৪জি অবস্থানে পাইপ ওয়েল্ডিং করার প্রয়োজন পড়ে না। সাধারণত পাইপ ওয়েল্ডিং এ ভ ওয়েষ্ট হয় তবে বিশেষ ক্ষেত্রে ফিলেট ওয়েল্ড করার দরকার পড়ে। 

২.৮.৩ পাইলের ওয়েল্ডিং পজিশন চিত্র সহ দেখানো হলো-

• ১জি অনুভূমিক পাইপের অবস্থান (Horzontal Pipe Position) : যখন পাইপটি ধারাবাহিকভাবে ঘুরানো হয় যাতে পাইপের অবস্থান অনুভূমিক থাকে এবং ০ থেকে ১৫° মধ্যে থেকে ওয়েল্ডিং সম্পাদিত হয়।

• ২জি উলম্ব পাইপের অবস্থান (Vertical pipe position): পাইপটি উপর অবস্থানে থাকে, ওয়েল্ডারকে পাইপের চারিদিকে ঘুরে অনুভূমিক অবস্থানে থেকে ওরেস্টিং করতে যায়। 

• ৫জি- অনুভূমিক পাইপের অবস্থান (পাইল ফিক্সড) (Horizontal pipe position, fixed): পাইল অনুহুমিকের সাথে সমান্তরাল থাকে এবং ওয়েন্ডারকে পাইপের চারিদিকে অবস্থানে থেকে ওয়েন্ডিং করতে হয় ।

• ৬জি- ৪৫০ ঢালু অবস্থানে পাইপ (পাইপ ফিক্সড) ( 45° Inclined pipe position, fixed): 880 ঢালু অবস্থানে পাইপ ফিক্সড রেখে ওয়েন্ডিং করতে হয়।

চিত্র-২.৩০ অনুভূমিক পাইপের অবস্থান (পাইপ ফিক্সড)

• ৬ জি আর - ৪৫° ঢালু অবস্থানে পাইলে রিং ওয়েল্ডিং ( 45° Inclined pipe position with a Restriction Ring (fixed): ৪৫* ঢালু অবস্থানে পাইল ফিক্সড রেখে পাইপে বিভেল করে রিং স্থাপন করে ওয়েন্ডিং করতে হয়।

Content added || updated By
Promotion