সৌরভ, মোর্শেদ, কামাল, আনুসহ আরো অনেকেই এসেছিল পাঞ্জেরী প্রকাশনীতে চাকরির পরীক্ষা দিতে। তাদের ওপর পরীক্ষিত অভীক্ষায় অফিস কার্যক্রমসহ বই লেখার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। তাদের দেওয়া প্রশ্নের উত্তর লিখতে কম সময় প্রয়োজন ও নম্বর তোলা সহজ। আরো কিছু প্রশ্ন ছিল যার সম্ভাব্য উত্তর প্রার্থী কর্তৃক পছন্দকৃত।
Read more