ব্রয়লার মাংস থেতলানো বা বিবর্ণতা পরিহার(Avoid Grinding or Discoloration of Broiler Meat)

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

৫.৬ ব্রয়লার মাংস থেতলানো বা বিবর্ণতা পরিহার: (Avoid Grinding or Discoloration of Broiler Meat)

  • ব্রয়লার ধরা বা হাতানোর সময় অতন্ত সতর্কতা অবলম্বন না করলে মাংস থেতলানো হয়, বিবর্ণতা সৃষ্টি হয় এবং মাংসের গুণগতমান ক্ষুন্ন হয় 
  • ব্রয়লার ধরার জন্য পরিচর্যাকারীদের সঠিক প্রশিক্ষণ ও কলাকৌশল বিষয়ে অবহিত করতে হয়, যেমন-

১) প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়ের ২ সপ্তাহ পূবে কাঁকর প্রদান বন্ধ রাখতে হয় 

২) ফিনিশার খাদ্যের সাথে সকল প্রকার ঔষধ ব্যবহার প্রক্রিয়াজাত করার ৫ দিন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে 

৩) রাত্রে যখন মুরগি শান্ত থাকে তখন ধরতে হয় এবং ক্রেট বা খাঁচার মধ্যে ভরতে হয় 

৪) মুরগি ধরার ২ ঘন্টা পূর্বে খাদ্য প্রদান বন্ধ রাখতে হয়।

 

শ্রেণির তাত্ত্বিক কাজ: 

ব্রয়লার মাংস থেতলানো বা বিবর্ণতা সৃষ্টি হয় কেন?

 

 

Content added By

আরও দেখুন...

Promotion