ব্রাহ্মণ-শত্রুশরাব-কথা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - প্রথম অধ্যায় | | NCTB BOOK

অস্তি বিজয়নগরে দেবশর্মা নাম ব্রাহ্মণঃ। তেনৈকদা পুণ্যতিথৌ শত্রুপূর্ণশরাবঃ প্রাপ্তঃ। ততস্তমাদায় স
রৌদ্রাকুলিতঃ কস্যচিৎ কুকারস্য গৃহে সুপ্তঃ। তস্মিন্ গৃহে বহুনি মৃৎপাত্রাণি আসন।

ততঃ সুপ্তোত্থিতঃ স শত্রুরক্ষার্থং হতদণ্ডং গৃহীতবান্ । অথ সোহচিন্তয়, "যদি অহমিমং শঙ্কুশরাবং বিক্রীয়
দশকপর্দকান্ প্রাপ্নোমি ভর্তি তৈঃ কপর্দকৈঃ বাণিজ্যং করিষ্যামি। তেনাহং প্রভূতং ধনং লক্কা বিবাহচতুষ্টয়ং
করিষ্যামি। অনন্তরং যদা সপত্ন্যঃ পরস্পরং বিবদিষ্যতে তদা লড়েন তাহাভূয়িষ্যামি। ইত্যালোচ্য তেন
লগুড়ো নিক্ষিপ্তঃ। তেন শক্তশরাবঃ চূর্ণিতঃ বহুনি চ ভাঙানি ভগ্নানি। ততো ভগ্নভাওশব্দং শুভা কুম্ভকার
"আগত্য অর্ধচন্দ্র সত্ত্বা ব্রাহ্মণং গৃহৎ বহিষ্কৃতবান্।

দুরাশা পরিত্যাজ্যা ।

অনুশীলনী

শব্দার্থ :

শঙ্কুঃ ছাতু। কৃষ্ণকারস্য কুমারের। মৃৎপাত্রাণি মাটির পাত্রসমূহ। গৃহীতা গ্রহণ করেছিলেন।
-
-
বিক্রীয়-বিক্রয় করে। লম্বা লাভ করে। সপত্ন্যুঃ- সতীনেরা। বিবদিষ্যন্তে বিবাদ করবে। লগুড়েন-
লাঠি দিয়ে। শুতা শুনে।

ব্যাকরণ

(ক) সন্ধিবিচ্ছেদ :

তেনৈকদা = ভেন + একদা তততমাদায় ততঃ তম্ আদায়। সোচিন্তয় = স + অচিন্তয়‍।
তাতাড়য়িষ্যামি = তাঃ + তাড়য়িষ্যামি। ইত্যালোচ্য = ইতি + আলোচ্য। কৃষ্ণকারস্তর = কুকারঃ +

(খ) কারণসহ বিভক্তি নির্ণয় :

বিজয়নগরে— অধিকরণে ৭মী। কুম্ভকারস্য সম্বন্ধে ৬ষ্ঠী। দশকপর্দকা — কর্মে হয়া। লগুড়েন-
করণে তয়া। তাঃ— কর্মে হয়া। তেন— কর্তায় ৩য়া। গৃহাৎ- অপাদানে ৫মী।

(গ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় :

পত্বপূর্ণ শরাবঃ-শম্ভুনা পূর্ণঃ = শত্রুপূর্ণঃ (৩য়া তৎ), তাদৃশঃ শরাবঃ (কর্মধারয়ঃ)। রৌদ্রাকুলিতঃ- রৌদ্রেগ
আকুলিতঃ (৩য়া তৎ)। কৃষ্ণকারস্য- কুম্পং করোতি যঃ = কুকারঃ (উপপদত), তস্য। বিবাহচতুষ্টয়ম্-
বিবাহসা চতুষ্টয়ম্ (৬ষ্ঠী তৎ)।

اد

সঠিক উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :

(ক) ব্রাহ্মণের নাম ছিল বিষ্ণুশর্মা/দেবশর্মা/মিত্রশর্মা/প্রিয়শর্মা।

(খ) ব্রাহ্মণ আশ্রয় নিয়েছিলেন কুকারের/রজকের কর্মকারের/স্বর্ণকারের গৃহে।
(গ) শত্রু রক্ষার জন্য ব্রাহ্মণ হাতে নিয়েছিলেন খড়গ ত্রিশূল/অসি/লাঠি।

(ঘ) ব্রাহ্মণ তিনটি/পাঁচটি/চারটি/দুটি বিয়ে করার কথা ভেবেছিলেন।
(ঙ) লাঠির আঘাতে ভেঙেছিল ছাতুর পাত্র/ছাতুর পাত্র ও অনেক মৃৎপাত্র মঙ্গলঘট /পাথরের বাটি।

শূন্যস্থান পূরণ কর

(ক) অস্তি বিজয়নগরে

নাম ব্রাহ্মণঃ।

(খ) অস্মিন্ গৃহে বহুি
আসন।

তেন লগুড়ো নিক্ষিপ্তঃ ।

(খ) বহুনি চ ভাণ্ডানি

(ঙ) দুরাশা

বাক্য গঠন কর :
অস্তি, সুপ্তঃ, অর্থ, করিষ্যামি, বহিষ্কৃতবান্।

৪। শব্দার্থ লিখ :

কুম্ভকারস্য, বিক্রীয়, বিবদিয্যস্তে, শত্রুঃ শুতা।

সন্ধি বিচ্ছেদ কর :

তেনৈকদা, তাস্তাড়য়িষ্যামি, সোহচিন্তয়, অহমিমং, কুম্ভকারস্ত।

কারণসহ বিভক্তি নির্ণয় কর :

গৃহাৎ, লগড়েন, বিজয়নগরে, ডাঃ, কুম্ভকারস্য।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখ :

রৌদ্রাকুলিতঃ, কুম্ভকারস্য, বিবাহচতুষ্টয়ম্ শত্রুপূর্ণ শরাবঃ ।

সংক্ষেপে উত্তর দাও :

(ক) বিজয়নগরে কে বাস করতেন?

(খ) ব্রাহ্মণ পুণ্যতিথিতে কি পেয়েছিলেন।

(গ) ব্রাহ্মণ কার গৃহে আশ্রয় নিয়েছিলেন?

(ঘ) ঘুম থেকে জেগে ব্রাহ্মণ কি ভেবেছিলেন?

(3) ব্রহ্ম নিক্ষেপ করার ফলে কি হয়েছিল।

(5) ভাঙা পাত্রা দেখে কুকার কি করেছিল?

বাংলায় অনুবাদ কর

(ক) ভেনৈকদা

আসন। -বাণিজ্যং করিষ্যামি।

(খ) যদি অমিমং

(গ) অনন্তর সা

নিক্ষিপ্তঃ। ---বহিষ্কৃতবান্।

(ঘ)

তেন শত্রুশরাধঃ

১০। গল্পটির উপদেশ সংস্কৃত ভাষায় উদ্ধৃত কর এবং তার বাংলা অর্থ দেখ।

১১। 'ব্রাহ্মণ-শকুশরার কথা' গল্পটি বাংলা ভাষায় লেখ।

 

Content added By
Promotion