Summary
মানব চরিত্রের একটি সুন্দর আচরণ হলো বড়োদের প্রতি শ্রদ্ধা এবং ছোটোদের প্রতি স্নেহ প্রদর্শন। আদর্শ মানুষ বড়োদের সম্মান করে এবং ছোটোদের আদর করে। প্রিয় নবী (স.) বড়োদের সম্মান করতেন এবং ছোটোদের আবদার পূরণ করার চেষ্টা করতেন।
বড়োদের প্রতি শ্রদ্ধা এবং ছোটোদের প্রতি স্নেহের গুরুত্ব অপরিসীম। এটি শিশুরা বড়দের শ্রদ্ধা করতে এবং বড়রা ছোটদের ভালোবাসতে সাহায্য করে, ফলে সমাজে একটি মধুর পরিবেশ তৈরি হয়। মহানবী (স.) বলেন, 'যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করেনা, সে আমার উম্মতের অংশ নয়।'
বড়োদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে পরকালে সাওয়াব অর্জিত হবে এবং জান্নাত লাভ সহজ হবে। বড়দের কর্তব্য হলো ছোটদের ভালো কাজে উৎসাহ প্রদান করা।
শিক্ষার্থীদের কাজ হচ্ছে, তারা চার-পাঁচজন করে দলে বিভক্ত হয়ে বড়োদের প্রতি ছোটোদের করণীয়গুলো পোস্টার পেপারে লিখে শ্রেণিতে উপস্থাপন করবে।
মানব চরিত্রের একটি প্রশংসনীয় আচরণ হলো বড়োদের প্রতি শ্রদ্ধা ও ছোটোদের প্রতি স্নেহ প্রদর্শন করা। একজন আদর্শ মানুষ বড়োদের শ্রদ্ধা ও ছোটোদের স্নেহ করেন। প্রিয় নবি (স.) বড়োদের সম্মান করতেন এবং ছোটোদের আদর করতেন। তিনি সর্বদা ছোটোদের আবদার রক্ষা করার চেষ্টা করতেন।
বড়োদের শ্রদ্ধা ও ছোটোদের স্নেহ করার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে ছোটোরা বড়োদের শ্রদ্ধা ও সম্মান করতে শিখে এবং বড়রা ছোটদের স্নেহ করেন ও ভালোবাসেন। ফলে সমাজে এক মধুর পরিবেশ সৃষ্টি হয়।  মহানবি (স.) বলেন-
لَيْسَ مِنَّا مَنْ لَّمْ يَرْحَمْ صَغِيرَنَا وَلَمْ يُوَقِّرُ كَبِيرَنَا
অর্থ: 'সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয় যে ব্যক্তি ছোটোদের স্নেহ করে না এবং বড়োদের শ্রদ্ধা-সম্মান করে না।' (তিরমিযি)
বড়োদের সালাম প্রদান করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, সৌজন্য বজায় রেখে কথাবার্তা বলা, প্রয়োজনে বড়োদের কাজকর্মে সাহায্য সহযোগিতা করা, তাদের আদেশ উপদেশ মেনে চলা এবং বসা থাকলে উঠে তাদের বসার ব্যবস্থা করা ছোটোদেরও মানবিক কর্তব্য।
বড়োদের প্রতি সম্মান প্রদর্শন করলে পরকালে বিশেষ সাওয়াব অর্জিত হবে এবং জান্নাত লাভ সহজ হবে। ছোটোদের আদর সোহাগ করা, তাদের ভালো কাজে উৎসাহ প্রদান করা বড়দের কর্তব্য। এতে ছোটোদের মনের প্রসারতা বৃদ্ধি পায়।
প্রিয় নবি (স.) বলেছেন-
'কোনো বৃদ্ধকে যদি কোনো যুবক বার্ধক্যের কারণে শ্রদ্ধা করে, তাহলে আল্লাহ তায়ালা ঐ যুবকের জন্য বৃদ্ধ অবস্থায় এমন ব্যক্তিকে নিযুক্ত করবেন যে তাকে শ্রদ্ধা করবে।' (তিরমিযি)
| কাজ : শিক্ষার্থীরা চার-পাঁচজন করে দলে বিভক্ত হয়ে বড়োদের প্রতি ছোটোদের করণীয়গুলো পোস্টার পেপারে লিখে শ্রেণিতে উপস্থাপন করবে। | 
Read more