ভগ্নাংশের সাহায্যে গুণ
(১) ২ ডেসি লি রং দ্বারা কত বর্গ মি জায়গা রঙিন করা যায়?
(২) ১৩ ডেসি লি রং দ্বারা কত বর্গ মি জায়গা রঙিন করা যাবে?
(৩) ২৩ ডেসি লি রং দ্বারা কত বর্গ মি ক্ষেত্রফল রঙিন করা যাবে?
একটি সংখ্যা (অথবা একটি ভগ্নাংশ) অপর একটি সংখ্যার (অথবা একটি ভগ্নাংশের) বিপরীত বলা হয় যদি দুইটির গুণফল ১ হয়।
একটি ভগ্নাংশের লব ও হর এর স্থান বদল করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়।
দৈর্ঘ্য এবং প্রস্থ ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেও আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি।
গণিতে 'এর'
আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসাবে 'এর' ব্যবহৃত হয়।
এক্ষেত্রে 'এর' ও '×' অর্থ একই তবে 'এর' এর হিসাব অন্য কাজগুলোর
(×,, +, -) আগে করতে হয়।
[উদাহরণ]
(১) ৬ ৩ × ২ এর ৪ = ১৬
(২) ৮ + ১৩ এর ৬ × ৫ = ১৮
Read more