ভগ্নাংশের সাহায্যে গুণ

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - প্রাথমিক গণিত - ভগ্নাংশ | | NCTB BOOK
11
11

ভগ্নাংশের সাহায্যে গুণ

(১) ২ ডেসি লি রং দ্বারা কত বর্গ মি জায়গা রঙিন করা যায়?

(২)  ডেসি লি রং দ্বারা কত বর্গ মি জায়গা রঙিন করা যাবে?

  ডেসি লি রং দ্বারা কত বর্গ মি ক্ষেত্রফল রঙিন করা যাবে?

হিসাব কর :

×  এবং × কীভাবে হিসাব করবো তা চিন্তা করি 

× কীভাবে হিসাব করবো তা চিন্তা করি।

হিসাব কর :

× কীভাবে হিসাব করা যায় তা তুলনা এবং ব্যাখ্যা করি।

হিসাব কর :

নিচের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল ১ হবে তা নির্ণয় করি।

একটি সংখ্যা (অথবা একটি ভগ্নাংশ) অপর একটি সংখ্যার (অথবা একটি ভগ্নাংশের) বিপরীত বলা হয় যদি দুইটির গুণফল ১ হয়।

একটি ভগ্নাংশের লব ও হর এর স্থান বদল করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়।

বিপরীত ভগ্নাংশগুলো লেখ:

বিপরীত সংখ্যাগুলো লেখ:

দৈর্ঘ্য এবং প্রস্থ ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেও আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি।

 মি দৈর্ঘ্য এবং   মি প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় কর।

একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য   কিমি। মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর।

গণিতে 'এর'

আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসাবে 'এর' ব্যবহৃত হয়।

এক্ষেত্রে 'এর' ও '×' অর্থ একই তবে 'এর' এর হিসাব অন্য কাজগুলোর

(×,, +, -) আগে করতে হয়।

[উদাহরণ]

(১) ৬ ৩ × ২ এর ৪ = ১৬

(২)  +  এর ৬ × ৫ = ১৮

Content added By
Promotion