ভূমিকম্প

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - জলবায়ু ও দুর্যোগ | | NCTB BOOK
8
8

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। পাশের মানচিত্রে এলাকা-১ এর উত্তর-পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং এলাকা-৩ এর দক্ষিণ-পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্পপ্ৰৰণ অঞ্চল।

মৃদু ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

ভূমিকম্পে বিধস্ত ভবন

বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

 

ক. এসো বলি

যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলার বাড়িতে আমরা কী কী পূর্ব প্রতি নিতে পারি তা শিক্ষকের সহায়তায় আলোচনা কর। ভূমি কীভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে?

সতর্কতা অবলম্বনের প্রচার কাজ


খ. এসো লিখি

নিচের পূর্বপ্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ কর। ভূমিকম্পের সময়, আগে ও পরে কী করতে হবে সে বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি কর। কাজটি জোড়ায় কর।

• পুরোপুরি শাঙ্ক থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। 

• বিছানার থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। 

• কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। 

• বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। 

• পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। 

• প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। 

• প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। 


গ. আরও কিছু করি

২০১৫ সালের ২৫শে এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে লেখ।


ঘ. যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও ।

নিচের কোনটি অভিমাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকা?

ক. সিলেট              খ. বরিশাল            গ. বরিশাল           ঘ. চট্টগ্রাম 

Content added || updated By
Promotion