তুমি, আপনি, তুই, সে, তিনি, ও-এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ নামের বদলে বসে। সর্বনাম মূলত তিন ধরনের:
১. সাধারণ সর্বনাম
২. মানী সর্বনাম
৩. ঘনিষ্ঠ সর্বনাম
তুমি বলা যায় ভাই-বোনকে, ঘনিষ্ঠজনকে, বাবা-মাকে, বন্ধুকে। এগুলো সাধারণ সর্বনাম । আপনি করে বলতে হয় শিক্ষককে, বয়সে বড়ো আত্মীয়-স্বজনকে, অপরিচিত লোককে। এগুলো মানী সর্বনাম । কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে তুই বলা হয়। এগুলো ঘনিষ্ঠ সর্বনাম ।
সাধারণ সর্বনাম | মানী সর্বনাম | ঘনিষ্ঠ সর্বনাম |
---|---|---|
তুমি, তোমার, তোমাকে তোমরা, তোমাদের | আপনি, আপনার, আপনাকে আপনারা, আপনাদের | তুই, তোরা, তোকে তোরা, তোদের |
সে, তার, তাকে তারা, তাদের | তিনি, তাঁর, তাঁকে তাঁরা, তাঁদের | ও, ওর, ওকে ওরা, ওদের |
বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায়, সেগুলোকে ক্রিয়া বলে। যেমন--শোনা, বলা, পড়া, লেখা, খেলা, গাওয়া এগুলো ক্রিয়া শব্দ। মর্যা দা অনুযায়ী সর্বনর্বামের যেমন পরিবর্তন হয়, র্ত ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। র্ত নিচে সর্বনর্বাম অনুযায়ী ‘করা’ ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো।
সাধারণ সর্বনাম | মানী সর্বনাম | ঘনিষ্ঠ সর্বনাম |
---|---|---|
তুমি করো, তুমি করছ, তুমি করেছ, তুমি করতে, তুমি করেছিলে, তুমি করবে, তুমি কোরো। | আপনি করুন, আপনি করছেন, আপনি করেছেন, আপনি করতেন, আপনি করেছিলেন, আপনি করবেন। | তুই করিস, তুই করছিস, তুই করেছিস, তুই করতিস, তুই করেছিলি, তুই করবি। |
সে করে, সে করছে, সে করেছে, সে করত, সে করেছিল, সে করবে। | তিনি করেন, তিনি করছেন, তিনি করেছেন, তিনি করতেন, তিনি করেছিলেন, তিনি করবেন। | ও করে, ও করছে, ও করেছে, ও করত, ও করেছিল, ও করবে। |
নিচের ছকের সর্বনাম অনুযায়ী যেকোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো।
সর্বনাম | ক্রিয়া | বাক্য |
---|---|---|
১. তুমি/তোমরা | ||
২. আপনি/আপনারা | ||
৩. তুই/তোরা | ||
৪. সে/তারা | ||
৫. তিনি/তাঁরা | ||
৬. ও/ওরা |
আরও দেখুন...