মিথ্যাচার ( الْكِذِّبُ ) (পাঠ ৯)

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - ইসলাম শিক্ষা - আখলাক | NCTB BOOK
547
Summary

মিথ্যার গুরুত্ব ও পরিণতি

মিথ্যা সকল পাপের মূল এবং এটি প্রকৃত অবস্থা বিকৃত করে। মিথ্যাবাদী ব্যক্তি সমাজে অগ্রসর হয় না এবং বিপদের সময় কেউ তার পাশে দাঁড়ায় না। মিথ্যা থেকে বিভিন্ন অপরাধ যেমন প্রতারণা ও প্রবঞ্চনা সূচিত হয়, যা সমাজের ক্ষতি করে।

যে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায়, সে সমাজ ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হয়। মহান আল্লাহ তায়ালা মিথ্যাবাদীদের উপর অসন্তুষ্ট হন, এবং তাদের পরিণতি জাহান্নাম। মহানবি (স.) মিথ্যা বলার পরিণতি হিসেবে বলেন যে, এটি পাপের দিকে οδηγায়।

মিথ্যা বর্জন করা কর্তব্য, কারণ এটি সকল পাপ থেকে মুক্তি দেয়। মহানবি (স.) কখনও মিথ্যা বলেননি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কার্যক্রমও নির্দিষ্ট করা হয়েছে, যেখানে তারা সত্যের উপকারিতা ও মিথ্যার অপকারিতা নিয়ে পোস্টার তৈরি করবে।

মিথ্যা সকল পাপ কাজের জননী। প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে মিথ্যাচার বলে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে বা প্রকৃত ঘটনার বিকৃতি ঘটায় তাকে মিথ্যাবাদী বলে।
মিথ্যা একটি জঘন্যতম অপরাধ। এটি সকল পাপ কাজের মূল। মিথ্যা থেকে পাপ কাজের সূচনা হয়। প্রতারণা, প্রবঞ্চনা, অন্যের মাল অপহরণ এ সকল অনৈতিক ও সমাজবিরোধী কর্মের মূলে রয়েছে মিথ্যাচার। যে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায় সে সমাজ ক্রমে ক্রমে ধ্বংসের দিকে অগ্রসর হয়।
মিথ্যাচার একটি নিন্দনীয় আচরণ। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। কেউ বিশ্বাস করে না। বিপদের সময় তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। সকলে তাকে ঘৃণা করে। তার কথাকে কেউ গুরুত্ব দেয় না। পরিণামে দুনিয়াতে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। মহান আল্লাহ তায়ালা তার উপর খুব অসন্তুষ্ট হন। আর তাই পরকালে তার স্থান হবে জাহান্নাম।

মহানবি (স.) এ বিষয়ে বলেন-

إِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِى إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ

অর্থ: 'আর তোমরা অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকবে। কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে। আর পাপ কাজ জাহান্নামের পথে ধাবিত করে।' (মুসলিম)
মিথ্যা বর্জন করা কর্তব্য। মিথ্যা পরিত্যাগ করলে সকল পাপ থেকে বাঁচা যায়। মিথ্যাবাদীর কাছ থেকে রহমতের ফেরেশতারাও দূরে সরে যান। মহানবি (স.) বলেছেন, 'বান্দা যখন মিথ্যা কথা বলে, ফেরেশতারা তখন এর দুর্গন্ধের কারণে তার থেকে দূরে চলে যান।' (তিরমিযি)
আমাদের প্রিয় নবি (স.) কখনো মিথ্যা কথা বলতেন না। তিনি স্বার্থের পরিপন্থী হলেও কখনো মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিতেন না।

কাজ: শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে সত্যের উপকারিতা এবং মিথ্যার অপকারিতার উপর একটি পোস্টার লিখে শ্রেণিকক্ষে উপস্থাপন করবে।
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...