মীম সাকিনের বর্ণনা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - কুরআন ও হাদিস শিক্ষা | NCTB BOOK
3.9k
Summary

মীম সাকিন: মীম সাকিন হল সেই মীম, যার উপর জযম আছে। এর পড়ার তিনটি নিয়ম রয়েছে:

  • ইযহার: মীম সাকিনের পর ৬ (বা) এবং (মীম) ছাড়া অন্য কোনো হরফ আসলে স্পষ্টভাবে পড়া। উদাহরণ: دِينُكُمْ - اَمَ لَمْ تُنْذِرُهُمْ
  • ইদগাম: মীম সাকিনের পর হরকত যুক্ত মীম আসলে একসাথে মিলিয়ে পড়া। এখানে দ্বিতীয় মীমের উপর তাশদিদ যুক্ত হয়। উদাহরণ: فِي قُلُوبِهِم مَّرَضٌ
  • ইখফা: (নির্দিষ্ট ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।)

শিক্ষার্থীরা এই তিনটি নিয়ম খাতায় লিখে শিক্ষককে দেখাবে।

মীম সাকিন : জযমযুক্ত মীম (?) কে মীম সাকিন বলে । অর্থাৎ মীম হরফের উপর জযম থাকলে তাকে মীম সাকিন বলা হয়।

মীম সাকিন পড়ার নিয়ম তিনটি: যথা-
ক. ইযহার
খ. ইদগাম
গ. ইখফা

ইযহার
ইযহার অর্থ স্পষ্ট করে পড়া। মীম সাকিনের পর ৬ (বা) এবং (মীম) ছাড়া অন্য যে কোনো হরফ আসলে ঐ মীম সাকিনকে স্পষ্ট করে গুন্নাহ ব্যতীত নিজ মাখরাজ থেকে পড়াকে মীম সাকিনের ইযহার বলা হয়। যথা-دِينُكُمْ - اَمَ لَمْ تُنْذِرُهُمْ

ইদগাম
ইদগাম অর্থ মিলিয়ে পড়া। জযমযুক্ত মীম-এর পর হরকত যুক্ত মীম এলে উভয় মীমকে একসাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়াকে ইদগাম বলে। এক্ষেত্রে দ্বিতীয় মীমের উপর তাশদিদ যুক্ত হয়। যেমন- فِي قُلُوبِهِم مَّرَضٌ

কাজ : মীম সাকিন পড়ার নিয়ম তিনটি শিক্ষার্থী খাতায় লিখে শিক্ষককে দেখাবে।
Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...