মেকানিক্যাল ড্রয়িং মোডিফাই করা (৪.১)

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
565

মেট্ৰিক থ্রেড (Metric Thread): ইউনিফায়েড থ্রেডকেই মেট্রিক থ্রেড নামে অভিহিত করা হয়। মেট্রিক থ্রেড দুই প্রকার যথা- কোর্স পিচ প্লেড এবং ফাইন পিচ ব্লেড। কোর্স পিচ শেডই সচরাচর ব্যবহার করা হয়। 

                                             - মেট্রিক থ্রেডের তালিকা-

মেট্রিক থ্রেড (Metric Thread) অংকন

উদাহরণ : এমন একটি মেট্রিক রেড অংকন কর যাহার বোল্টের ডায়ামেটার M24 ৰোন্টের দৈর্ঘ্য ৭৫ মিমি। আমরা জানি বোল্টের ডায়ানেটার M24 হলে পিচ কোর্স গ্রেডের জন্য ও মিথি িতিরাং প্রতি ইঞ্চি বা ২৫.৪ মিমি দৈর্ঘ্যে থ্রেড হবে ৮টি।

 

নাট ও বোল্ট

দুইটি অংশকে অস্থায়ীভাবে যুক্ত করতে বোল্ট ও নাট ব্যবহার করা হয়। ইহার সুবিধা এই যে, যখন প্রয়োজন তখনই অংশ দুইটিকে সহজে পৃথক বা যুক্ত করা যায় । একই নাট এবং বোল্টকে পুনঃ পুনঃ ব্যবহার করা যায়। নিচে প্রথমে নাট এবং পরে বোল্ট অংকন সম্পর্কে আলোচনা করা হল-

নাটঃ সাধারণতঃ ইহা নাই ষ্টীল দ্বারা তৈরি করা হয়। ইহা ষষ্টকোণ (Hexagonal) ও চতুষ্কোণ (Square) প্রিজমের ন্যায় গঠন বিশিষ্ট হয়। স্প্যানার দ্বারা ধারণ করে অগ্ন কোণে ঘুরাইতে সুবিধা হয় বলে ষটকোণ নাটই সাধারণ কাজে বেশী ব্যবহৃত হয়।

স্টেপ ১। ১৮ মিমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অংকন করে এর মধ্যে একটি ষড়ভুজাকৃতি একটি পলিগন অংকন কর। বোল্টের ডায়া ২৪ মিমি: একটি বৃত্ত অংকন কর।

স্টেপ ২। Across Corner to Corner এর প্রজেকশন অনুসারে ফ্রন্ট ভিউ অংকন কর যার উচ্চতা ২১ সিমি। এক্ষেত্রে সেন্টার দেখানোর জন্য সেন্টার লাইন অংকন কর।

স্টেপ ৩। ঢালের বৃত্ত-চাপ অংকনের ব্যাসার্ধ = 1.2 D বা 1.5 D এর সমান পরিমাপ নিয়ে ঢাল অংকন কর।

গীয়ার   

এটার পরিধিতে দাঁত থাকে এবং পুলীর ন্যায় এটাকে কী এর সাহায্যে শ্যাফট বা স্পিডলের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ করে ব্যবহার করা হয়। গুনী ও বেল্ট ব্যবস্থায় যেমন একটি শ্যাফট হতে অপর শ্যাফটে যান্ত্রিক শক্তি পরিবহণ করা যায়, দুটি গীয়ারের মাধ্যমেও তা পারা যায়। গীয়ার বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশী ব্যবহৃত গীয়ার সমূহ নিম্নরুপ- 

১। স্পার গীয়ার   

২। বিভেল গীয়ার 

৩। র্যাক ও গিনিয়ন গীয়ার 

৪। ওয়ার্ম ও হুইল গীয়ার।

পার গীয়ার   

যেখানে দুটি শ্যাফটের অক্ষ একই তলে এবং সমান্তরালভাবে থাকে ঐ স্থানে এটা ব্যবহার করা হয়। মোটর গাড়ী, লেদ মেশিন, সিলিং মেশিন, ক্রেন ইত্যাদির গীয়ার বক্সে এবং অনেক মন্ত্রাদিতে এটা ব্যবহার করা হয়।

কেন্দ্র O থেকে প্রেসার এ্যাংগেল এর স্পর্শক এ পর্যন্ত নিয়ে একটি বৃত্ত অংকন কর। যাহা কী-বোর্ডে shift চেপে মাউস রাইট ক্লিক করে tangent (স্পর্শক) ক্লিক করে প্রেসার এ্যাংগের এর স্পর্শক A এর মধ্যে ক্লিক কর

স্টেপ ৪। টুথ থিকনেচ তৈরি - Draw > Arc > Strat, Center, Length ব্যবহার করে টুথ থিকনেচ তৈরি কর।

পিচ সার্কেল ডায়ামেটারের B কে Start বিন্দু কেন্দ্র O কে Center ধরে Length – ১৫.৭০ মিমি দিয়ে একটি Arc তৈরি কর। (এক্ষেত্রে লাইনের কালার চেইঞ্জ করে নেওয়া ভাল)

স্টেপ ৫। ট্রিম কমান্ড ব্যবহার করে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে দাঁত তৈরি-

প্রথমে টুথ থিকনেসকে মিরর কর 

টুথ থিকনেচ এর উভয় অংশ বেইস সার্কেল এ কপি কর। (C এবং D)

বেইস সার্কেল এর প্রেসার এ্যাংলেন এর স্পর্শক A থেকে পিচ সার্কেলের ডায়ামেটারের B পর্যন্ত নিয়ে একটি বৃত্ত অংকন কর। বেইস সার্কেলের D থেকে পিচ সার্কেলের ডায়ামেটারের E পর্যন্ত্র নিয়ে একটি বৃত্ত অংকন কর।

 

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।