এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা মেজারিং ইন্সট্রুমেন্ট ক্যালিব্রেট করে কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেসের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এর প্রোপার্টিজ পরিমাপ করতে পারব।
যে সমস্ত যন্ত্র মেজারিং বা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় তাকে মেজারিং ইন্সট্রুমেন্ট বলে। আর মেজারিং ইন্সট্রুমেন্ট পরিমাপক ক্ষমতা ও এর বিভিন্ন অংশের নাম শ্রেণিবিন্যাস করাকে ক্যালিব্রেট বলে। আমরা মেজারিং ইন্সট্রুমেন্ট দক্ষতার সাথে ক্যালিব্রেট করতে পারলে প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট এর অভাবে ঐ কাজ অন্য যন্ত্র দিয়ে সু-সম্পন্ন করা যায়।
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে মেজারিং ইনট্রুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই সিষ্টেমে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, মেকানিক্যাল অংশ মেজারিং করা হয়। তাই ইন্সট্রুমেন্টের সুষ্ঠু ব্যবহার এবং ক্যালিব্রেট সমন্ধে জ্ঞান থাকা দরকার।
Read more