মে-দিনের কবিতা (সুভাষ মুখোপাধ্যায়)

নবম-দশম শ্রেণি (দাখিল) - বাংলা সাহিত্য - কবিতা | NCTB BOOK
4.6k
Summary

সারসংক্ষেপ:

কবিতাটিতে বলা হয়েছে যে, আজ ফুল খেলবার দিন নয়, বরং আমরা ধ্বংসের মুখোমুখি। স্বপ্নের স্বর্ণালী আকাশ নেই, আর কার্যক্রমের মধ্যে শোনাচ্ছে মৃত্যুর সুর। যদিও জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, জীবন ভালোবাসতে চায়। শতাব্দীর দুঃখ ও কান্না আমাদের লজ্জিত করে, এবং মৃত্যুর ভয় আমাদের নির্ভীকভাবে বসে থাকতে বাধ্য করে। সে কারণে, আজকের দিনটি ধ্বংসের বার্তা নিয়ে এসেছে এবং এটি আমাদের যৌবনকে চিনতে সাহায্য করবে।

প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য

ধ্বংসের মুখোমুখি আমরা,

চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য

কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।

চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ,

গান গায় হাতুড়ি ও কাস্তে

তিল তিল মরণেও জীবন অসংখ্য

জীবনকে চায় ভালোবাসতে ।

শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না

প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা;

মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না-

পরো পরো যুদ্ধের সজ্জা ।

প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য

এসে গেছে ধ্বংসের বার্তা,

দুর্যোগ পথ হয় হোক দুর্বোধ্য

চিনে নেবে যৌবন-আত্মা ।

Content added || updated By

কবি পরিচিতি

605

সুভাষ মুখোপাধ্যায় ১৯১৯ সালে ভারতের নদীয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্য হলো : পদাতিক, অগ্নিকোণ, চিরকুট। তাঁর অনূদিত কাব্যগুলো হলো “নাজিম হিকমতের কবিতা', ‘পাবলো নেরুদার কবিতাগুচ্ছ', । ‘হাংরাস' ও ‘কে কোথায় যায় এ দুটি তাঁর লেখা উপন্যাস । চিন্তা-চেতনায় ও লেখনিতে তিনি মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে ধারণ করতেন।
কবি সুভাষ মুখোপাধ্যায় একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কারগুলো হলো : আকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার । তিনি ২০০৩ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন । 
 

Content added By

শব্দার্থ ও টিকা

651

প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য - পৃথিবীতে ধনীরা আরাম-আয়েশে থাকে । গরিবেরা, বঞ্চিতরা কষ্টে থাকে । কবি চান ধনী-গরিবের ভেদ দূর হোক । কিন্তু তার জন্য দরিদ্ররা-শোষিত বঞ্চিতরা সচেতন না হলে শোষণ থেকে তারা মুক্তি পাবে না । তার জন্য তাদের সংগ্রাম করতে হবে । তাই ‘ফুল খেলা' অর্থাৎ অসচেতনভাবে চলতি আনন্দে গা-ভাসিয়ে দেয়াটা শোষিত-বঞ্চিতের জন্য উচিত হবে না । অদ্য- অর্থাৎ বর্তমানটা ভীষণ কষ্টের ।তাই কবি তাদের সচেতন হতে এবং সংগ্রাম করতে বলেছেন ।

সেঁকে -ভেজে ।

সাইরেন -বিপদ সংকেত ।

শতাব্দী -শত অব্দ বা শত বৎসর।

লাঞ্ছিত -নিপীড়িত, অত্যাচারিত।

আর্ত -পীড়িত ।

বার্তা -খবর ।

যৌবন আত্মা -বলিষ্ঠ আত্মা; সাহস আছে এমন তরুণ ।
 

Content added || updated By

পাঠ পরিচিতি

495

 ‘মে দিনের কবিতা' সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্য থেকে সংকলিত হয়েছে। বাস্তবতার প্রেক্ষাপটে রোমান্টিকতার পথ পরিহার করে সংগ্রামের পথে এগিয়ে আসার আহ্বান উচ্চারিত হয়েছে কবিতায় । ফুল খেলা আর বিলাসী জীবন যাপনের দিন আর নেই। এখন সকলকে এগিয়ে আসতে হবে সংগ্রামের পথে। সে-পথ কঠিন, সে-পথ দুর্গম, বড় বেশি কঠোর। তবু কবি সে-পথেই আহ্বান জানিয়েছেন তার প্রিয় মানুষকে । শোষক-নির্যাতক-অত্যাচারীর হাত থেকে মানুষের মুক্তির জন্য সংগ্রামের কথা ব্যক্ত হয়েছে এ কবিতায় । শতাব্দীর পর শতাব্দী ধরে যে-নির্মম শোষণ চলেছে, আজ তা প্রতিহত করার দিন এসেছে । তাই কবি মুক্তির পথে, সংগ্রামের পথে, সকলকে একাত্ম হতে আহ্বান জানিয়েছেন ।
 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...