মেশিন স্ক্রু (Machine Screw)
ASME (American Society of Mechanical Engineers ) -এর প্রাভার্ড অনুযায়ী ইঞ্চি পর্যন্ত সাইজের বিভিন্ন মেশিন স্ক্রু ক্যাপ স্ক্রু হিসেবে কাজ করে। বোল্টের সাথে মেশিন স্ক্রুর তফাৎ মুলত তাদের সাইজ দিয়ে নির্ধারিত হয়। সাইজ অপেক্ষাকৃত ছোট হলে সেগুলো স্ক্রুর পর্যায়ে পড়ে এবং এগুলোকে মেশিন স্ক্রু বলে। স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা এবং লাগানোর সুবিধার্থে স্ক্রুর মাথার স্লট কাটা থাকে ।
সেট স্ক্রু (Set Screw)
মাথা ছাড়া স্ক্রু অথবা মাথাওয়ালা যে কোনো ধরনের স্ক্রু, যেগুলো ঘূর্ণীয়মান শ্যাফটের সাথে হুইল, গুলি, গিয়ার ইত্যাদিকে ফিট করার কাজে ব্যবহৃত হয় তাকে সেট স্ক্রু বলে। সেট স্ক্রুর মাথা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরালে উভয় যন্ত্রাংশের পূর্বের করা খেতের মধ্য দিয়ে অগ্রসর হয়ে শ্যাফট ও পুলিকে শক্তভাবে আঁকড়ে ধরে। বিভিন্ন ধরনের সেট স্ক্রু বাজারে পাওয়া যায়। অধিক ব্যবহৃত সেট ক্ষুর মধ্যে উল্লেখযোগ্য হলো সকেট সেট স্ফু। এ ধরনের স্ক্রু খোলা ও লাগানোর জন্য হেক্সাগোনাল কী ব্যবহার করা হয়।