ম্রো

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী | | NCTB BOOK

পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী ম্রো। তাঁরা মিরানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন। 

ভাষা : ম্রোদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।             সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যেতে পারে। 

ধর্ম : ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। এছাড়াও 'ক্রামা' নামে আরেকটি ধর্মমত আছে। ম্রোরা সাধারণত বৌদ্ধ                     ধর্মাবলম্বী। তাঁদের কেউ কেউ খ্রিষ্ট ধর্মও গ্রহণ করেছেন। 

সমাজ ব্যবস্থা : ম্রো পরিবারের প্রধান হলেন পিতা। তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজব্যবস্থা। 

বাড়ি : ম্রোরা তাঁদের বাড়িকে বলে কিম। সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তাঁরা বাড়ি তৈরি করেন।

খাদ্য : ম্রোদের প্রধান খাদ্য ভাত, পুঁটকিমাছ ও বিভিন্ন ধরনের মাংস। তাঁদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি ।

পোশাক : ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। পুরুষরা খাটো সাদা পোশাক পরেন । 

উৎসব : জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে মোৱা বিভিন্ন আচার উৎসব পালন করেন। ম্রো সমাজের একটি রীতি                           অনুযায়ী শিশুর বয়স ৩ বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয় ।

ম্রো উৎসব

 

ক. এসো বলি

ম্রো জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তার আলোচনা কর ।


খ. এসো লিখি

খাসি ও গারো জনগোষ্ঠীর সাথে ম্রো জনগোষ্ঠীর তুলনামূলক তিনটি বাক্য লেখ।


গ. আরও কিছু করি

এটি একটি থ্রো বাড়ি। বাড়িটির দেয়াল, মাচা, এবং ছাদে কোন কোন উপকরণ ব্যবহৃত হয়েছে তা লেখ।


ঘ. যাচাই করি

বাক্যটি সম্পূর্ণ কর :

ম্রো জনগোষ্ঠীর বসবাস যে দেশটির সীমানা ঘেঁষে………………………………………………………………………………………।

Content added By

Read more

Promotion