Summary
একাধিক মৌলের পরমাণু বা আয়ন একত্রে মিলিত হয়ে একটি পরমাণুগুচ্ছ তৈরি করে, যা ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট হয় এবং মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলা হয়।
যৌগমূলক ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট হতে পারে, এবং তাদের আধান সংখ্যা তাদের যোজনী নির্দেশ করে। উদাহরণস্বরূপ, একটি N পরমাণুর সাথে তিনটি H পরমাণু ও একটি H+ যুক্ত হলে অ্যামোনিয়াম (NH4+) তৈরি হয়, যার আধান সংখ্যা +1 এবং যোজনীও 1।
আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, তবে যোজনীর কোন ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন নেই, এটি কেবল একটি সংখ্যা।
একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলা হয়।
যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানবিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যাই মূলত এদের যোজনী নির্দেশ করে। যেমন: একটি N পরমাণুর সাথে তিনটি H পরমাণু ও একটি H+ যুক্ত হয়ে অ্যামোনিয়াম (NH +) আয়ন নামক যৌগমূলকের সৃষ্টি করে। এর আধান সংখ্যা হলো +1 (এক)। সূতরাং এর যোজনীও 1 (এক)। আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী শুধু একটি সংখ্যা এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নেই।
Read more