বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এই ছয়টি বিভাগের প্রতিটিতে ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করার নিজস্ব কমিটি বা কর্তৃপক্ষ রয়েছে। রাজধানী ঢাকার জন্য রাজউক উক্ত ইমারত নির্মাণ বিধিমালা প্রয়োগ ও নিয়ন্ত্রণ করে থাকে। রাজউক শব্দের পূর্ণনাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ।
- রাজউক নিম্নলিখিত কাজসমূহ করে থাকে—
 - কোনো ইমারত সঠিক অনুমোদন সাপেক্ষে তৈরি হচ্ছে কিনা, তা যাচাই করে ।
 - সেট ব্যাক লঙ্ঘন করা হল কিনা তা যাচাই করে।
 - সিউয়ারেজ লাইন, পানির লাইন, বিদ্যুৎ ব্যবস্থা ইত্যাদি সংযোগ নিয়ম অনুযায়ী আছে কিনা তা দেখে ।
 - প্রতি তলা নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও মানা হয়েছে কিনা ।
 - ইমারতের উচ্চতা নির্ধারণে লাইট প্লেন (Light Plane) বা আলাকে তল বিবেচিত হয়েছে কিনা।
- [গলি রাস্তায় আলো প্রবেশের জন্য রাস্তার বিপরীত বিন্দু থেকে একটি নির্দিষ্ট কোনো ইমারতের উচ্চতা সীমিত রাখা হয়। রাস্তার বিপরীত বিন্দু থেকে ইমারতের সর্বোচ্চ বিন্দু পর্যন্ত যে তল কল্পনা করা হয় তাকে লাইট প্লেন বলে।]
 
 
                                                            
                                                                                                                                    Content added By
                                                                                                                            
                                                            
                                                            
                                                            
                                                        
                                                                                                                                                                                                                                                                                                                Read more
                                                                                    
                                                ইমারত নির্মাণ বিধিমালার (Building By-Laws) সংজ্ঞা
                                            
                                                                                    
                                                ইমারত নির্মাণ বিধিমালার (Building By-Laws) প্রয়োজনীয়তা
                                            
                                                                                    
                                                ইমারত নির্মাণ বিধিমালা (Building By - Laws) ৮ই মে ২০০৮ এর প্রধান প্রধান বিধিমালা
                                            
                                                                                    
                                                ইমারত নির্মাণে রাজউক (RAJUK) অনুমাদেনের জন্য প্রয়োজনীয় কাগজ-পত্রাদির তালিকা
                                            
                                                                                    
                                                রাজউক (RAJUK) শিটে প্রয়োজনীয় ড্রয়িংসমূহের নাম ও স্কেল