রামোন ম্যাগসেসে পুরস্কার

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK

ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রামোন ম্যাগসেসেকে স্মরণ করে পুরস্কারটি প্রবর্তিত হয়- ১৯৫৭ সালে। পুরস্কারটিকে বিবেচনা করা হয়- এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে। এ পর্যন্ত ১২ জন বাংলাদেশী এ পুরস্কার লাভ করেন।

 

পুরস্কারটি প্রদান করা হয় ছয়টি বিভাগে-

  1. জনসেবা
  2. উদীয়মান নেতৃত্ব
  3. সরকারী সেবা
  4. সামাজিক নেতৃত্ব
  5. শান্তি ও আন্তর্জাতিক সমন্বয় এবং
  6. সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ
Content added || updated By
Promotion