রাষ্ট্রভাষা বাংলা চাই

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - আমার বাংলা বই - | NCTB BOOK
22
22

তখন ছিল পাকিস্তান আমল। আমাদেরক শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল, দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু।

তখন পাকিস্তানের বেশির ভাগ মানুষ কথা বলত বাংলা ভাষায়। অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল, বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা শুরু করল আন্দোলন।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। সেদিন ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল। পোস্টারে লিখেছিল- অ আ ক খ। লিখেছিল - রাষ্ট্রভাষা বাংলা চাই।

পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল, বেশি লোক একত্র হওয়া যাবে না। কিন্তু বাঙালি কোনো বাধা মানল না। ছাত্র-ছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল।

মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকল। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনি সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহিদ হলো নাম না-জানা আরও অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল।

এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহিদ হয় কয়েক জন।

শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এখন ২১শে ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করা হয়।

শব্দ শিখি

শাসন দেশ - পরিচালনা

ক্ষোভ - অসন্তোষ

পোস্টার - বড়ো কাগজে লেখা বিজ্ঞপ্তি

স্লোগান - দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ

রাজপথ - বড়ো রাস্তা

একত্র  - একসাথে

মিছিল - শোভাযাত্রা

সমাবেশ - একত্র অবস্থান

আক্রমণ - হামলা

যুক্তবর্ণ ভেঙে লিখি। শব্দ বলি ও লিখি

পাকিস্তান   স্ত   স+ত   সন্তা

পোস্টার     স্ট    স+ট    স্টেশন

পরিকল্পনা ল্প      ল + প    গল্প

বাক্য বলি ও লিখি

রাষ্ট্রভাষা . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

মিছিল . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

পোস্টার . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

সমাবেশ. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

উত্তর বলি ও লিখি 

রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? 

দেশের বেশির ভাগ মানুষ কোন ভাষায় কথা বলত? 

রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? 

পোস্টারে কী লেখা ছিল? 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়?

নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি

সমাবেশ, রাষ্ট্রভাষা, লাল, মুষ্টিবদ্ধ

বাংলাকে. . . . . . . . . . . . . . . করতে হবে।

. . . . . . . . . . . . . . . হাতে তারা স্লোগান তুলল।

পরের দিনও মানুষ . . . . . . . . . . . . .  করল।

কালো রাজপথ রক্তে . . . . . . . . . . . . . . .  হয়ে গেল।

বুঝে নেই

রাষ্ট্রভাষা – কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা।

পরিকল্পনা - ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা।

শহিদ - ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যাঁরা জীবন দেন।

Content added By
Promotion