রাস্তার নিরাপত্তা রক্ষা

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - আমাদের দায়িত্ব ও কর্তব্য | | NCTB BOOK
10
10

আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি। এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে। এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন তিনটি সাধারণ নিয়ম জেনে নিই ।

অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনার বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে।

 

ক. এসো বলি

নিচে উল্লিখিত সড়ক নিরাপত্তা কোড শিক্ষকের সহায়তার আলোচনা কর : 

১. রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটি খোঁজ।

২. রাস্তার বাঁকে বা শেষ প্রান্তে পৌঁছানোর আগেই থামো। 

৩. যানবাহন আসছে কিনা তা দেখ এবং শোনো। 

৪. যানবাহন আসতে দেখলে, এটিকে পার হতে দাও। 

৫. রাস্তা নিরাপদ হলে সোজাসুজি রাস্তা পার হও, দৌড়াদৌড়ি করবে না।


খ. এসো লিখি

স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখ ।


গ. আরও কিছু করি

পাঁচটি দলে (পথচারী, ব্যক্তিগত গাড়ির যাত্রী, মোটর সাইকেল চালক, বাসযাত্রী, সাইকেল চালক) ভাগ হয়ে প্রতি দল সড়ক দুর্ঘটনা হ্রাসের দুইটি করে উপায় নিয়ে আলোচনা কর।


ঘ. যাচাই করি

ছবি থেকে বিভিন্ন ধরনের রাজা ব্যবহারকারীর নাম লেখ

১…………………………………………………………………………………………………………………………………………………………………………………….

২……………………………………………………………………………………………………………………………………………………………………………………

৩……………………………………………………………………………………………………………………………………………………………………………………

Content added By
Promotion