এসএসসি(ভোকেশনাল) -
শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ -
দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) |
| NCTB BOOK
19
19
সুস্থ্য সবল চিংড়ি উৎপাদনের জন্য পরিশোধিত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য পানি পুনঃউত্তোলন ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এখানে নিম্নের বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত-
প্রয়োজন অনুযায়ী পানি রিজার্ভারে উত্তোলন করতে হবে।
পানি সংগ্রহের উৎস ভালো হতে হবে।
ঘন নেটের মাধ্যমে ছেকে বা ব্লিচিং পাউডার প্রয়োগের মাধ্যমে পানি শোধন করতে হবে।
পানি শোধনের ৪-৫ দিন পর পালন ঘেরে দিতে হবে।
মাটির নিচের পানি সরাসরি ঘেরে ব্যবহার করা যাবে না।
ঘেরে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
একইভাবে পানি শোধনের জন্য পুনঃউত্তোলন করতে হবে এবং পানি রিজার্ভ করে রাখতে হবে।