রেফ্রিজারেশন পদ্ধতিতে কম্প্রেসরের কাজের বর্ণনা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

১.২.৫ রেফ্রিজারেশন পদ্ধতিতে কম্প্রেসরের কাজের বর্ণনা 

কম্প্রেসরের কাজ হল বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন এর মাধ্যমে চাপ বৃদ্ধি করা। ইভাপোরেটর হতে আগত নিম্নচাপ ও তাপমাত্রার বাষ্পীয় হিমায়ককে সংকুচিত করে উচ্চচাপ ও তাপমাত্রায় ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেনসারে প্রেরণ করাই হল কম্প্রেসরের কাজ ।

কম্প্রেসরের প্রকারভেদের বর্ণনা 

কম্প্রেসর প্রধানত পাঁচ প্রকার-

১। রেসিপ্রোকেটিং কম্প্রেসর (Reciprocating Compressor)

২। রোটারি কম্প্রেসর (Rotary Compressor)

৩। রোটারি স্ক্রু কম্প্রেসর (Rotary Screw Compressor )

৪ । সেন্ট্রিফিউগ্যাল কম্প্রেসর(Centrifugal Compressor)

৫। মিসিলানিয়াস কম্প্রেসর(Misalliances Compressor)

(১) রেসিপ্রোকেটিং কম্প্রেসরের শ্রেণি বিন্যাস

ঢাকনা বা গাত্রাবরণের দিক অনুযায়ী রেসিপ্রোকেটিং কম্প্রেসর তিন প্রকার

১। ওপেন টাইপ কম্প্রেসর (Open Type Compressor)

২। হারমেটিক বা সিল্ড টাইপ কম্প্রেসর ( Sealed or Hermatic Compressor ) 

৩। সেমি সিল্ড টাইপ কম্প্রেসর (Sami Sealed Compressor)

 

সিলিন্ডার সাজানোর দিক অনুযায়ী রেসিপ্রোকেটিং কম্প্রেসর পাঁচ প্রকার-

১ । ইনলাইন  (Inline Compressor)

২ । ভি টাইপ (V-Type Compressor)

৩। ডব্লিউ টাইপ (W-Type Compressor)

৪ । রেডিয়াল টাইপ (Radial Type Compressor )

৫। অপোজ টাইপ (Oppose Compressor)

 

সংকোচনের ধাপ অনুযায়ী রেসিপ্রোকেটিং কম্প্রেসর দু'প্রকার- 

১। সিঙ্গেল স্টেজ (Single Stage Compressor) 

২। মাল্টি স্টেজ (Multi Stage Compressor)

 

শীতলীকরণ এর দিক অনুযায়ী রেসিপ্রোকেটিং কম্প্রেসর তিন প্রকার- 

১। এয়ার কুল্ড (Air Cooled Compressor) 

২। ওয়াটার কুল্ড (Water Cooled Compressor) 

৩। সাকশন ভ্যাপার কুল্ড (Suction Vapor Cooled Compressor

 

২) রোটারী কম্প্রেসর 

রোটারী কম্প্রেসর প্রধানত দু'প্রকার-

১। সিঙ্গেল ব্লেড বা ভেইন টাইপ টাইপ (Single Blade or Vane Type Compressor ) 

২। মাল্টি ব্লেড বা ভেইন টাইপ বা মুস্তাবল ব্রেড টাইপ (Multi Blade or Vane Type or Moveable Blade Type Compressor)

(৩) সেন্ট্রিফিউগ্যাল কম্প্রেসর 

সেন্ট্রিফিউগ্যান কম্প্রেসর প্রধানত দু'প্রকার-

১। সিঙ্গেলস্টেজ কম্প্রেসর(Single-Stage Compressor)

 ২। মাল্টিস্টেজ কম্প্রেসর (Multi-Stage Compressor )

 

প্রত্যেক প্রকার কম্প্রেসারের মূল যন্ত্রাংশ 

১। অ্যাঙ্কশ্যাফট 

২। রোটর

কম্প্রেসরের ব্যবহার-

 ১। রেফ্রিজারেটরে(Refrigerator)

২। এয়ার কন্ডিশনারে (Air Conditioner)

৩। ডি-হিউমিডিফায়ারে (Dehumidifier)

৪ । ওয়াটার কুলারে (Water cooler)

৫। ইনকিউবেটরে (Incubeter)

৬। আইসক্রিম ফ্যাক্টরীতে (Ice Cream Factory)

৭। কোল্ড স্টোরেজে (Cold Storage) 

৮। ফিস ফ্রিজিং প্লান্টে (Fish Frizzing Plant)

 

 

Content added By
Promotion