শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১

রোগাক্রান্ত বাগদা চিংড়ির লক্ষণসমূহ

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
  • চিংড়ি পুকুরের পাড়ের কাছে বিচ্ছিন্ন ও অলস অবস্থায় ঘোরা ফেরা করা।
  •  খাদ্য গ্রহণ কমিয়ে দিলে বা একবারে বন্ধ করলে খাদ্যনালী শূন্য থাকলে।
  • ফুলকায় কালো বা হলদে দাগ পড়লে বা অস্বাভাবিক রং দেখা দিলে।
  • চিংড়ির ফুলকায় পচন দেখা দিলে।
  • চিংড়ির খোলস নরম হলে।
  • হাত-পা বা মাথার উপাঙ্গে পচন ধরলে।
  • চিংড়ির খোলস এবং মাথায় সাদা সাদা দাগ দেখা দিলে।
  • চিংড়ি হঠাৎ বা ধীরে ধীরে মারা গেলে।
  • খোলস ফ্যাকাশে ও শক্ত হয়।
  • পদ উপাঙ্গের আকৃতি অস্বাভাবিক হলে। স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হলে।
  • চিংড়ির দেহ নোংরা হলে বুঝতে হবে চিংড়ি ফাউলিং দ্বারা আক্রান্ত হয়েছে।
  • চিংড়ির পোনা উৎপাদনের সময় ডিম অস্বচ্ছ থাকলে ও ডিম ফোটলে।

 

Content added By
Promotion