On This Page

লাইন

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

লাইন (Line)

Line: Line কমান্ডের সাহায্যে লাইন বা রেখা আঁকা যায়। একবার কমান্ড কার্যকরী করে একগুচ্ছ সংযুক্ত রেখা তৈরি করা যায়। তবে প্রতিটি রেখা আলাদাভাবে মোডিফাই করা যায়। বিন্দু থেকে রেখার উৎপত্তি। তাই রেখা আঁকতে বিন্দু সিলেকশনই যথেষ্ট। একটি রেখার বিন্দু ও শেষ বিন্দু নির্বাচিত করলে রেখাটি তৈরি হবে। লাইন কমাপ্ত দুইভাবে নেয়া যায়। যেমন-

১। হোম এর রিবন থেকে, 

২। কি-বোর্ডের সাহায্যে কমান্ড বারে Line লিখে এবং এন্টার হোম রিবনের ড্র থেকে লাইন অংকন-

Command: Line

Specify first point: প্রথম পয়েন্ট নির্দিষ্ট কর।

Specify next point or [Undo]: দ্বিতীয় পয়েন্ট নির্দিষ্ট (এখানে পরিমাপ দিয়ে দুই বার এন্টার (+-) দিতে হবে)

 

নির্দিষ্ট কোণে রেখা অংকন

নির্দিষ্ট কোণে কোনো রেখা আঁকতে এট [@] ও লেফট এ্যাঙ্গেল [<] ব্যবহার করতে হয়। চিত্রের অবজেক্টটি ড্র করতে নিচের ধাপগুলো অনুসরণ কর। 

Command: L

  • Specify first point [Undo]: প্রথম পয়েন্ট নির্দিষ্ট কর।
  • Specify next point [ Undo ]: অর্থো শাটডাউন অবস্থায় @ ১৫০-৩০ লিখে এন্টার দাও

 

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion