লার্ভার খাদ্য আর্টিমিয়া চাষ

এসএসসি(ভোকেশনাল) - শ্রিম্প কালচার এন্ড ব্রিডিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
15
15

পারদর্শিতার মানদন্ড

  • পারদর্শী কর্মী নির্বাচন করা এবং ব্যক্তিগত নিরাপত্তা ও পরিষ্কার পোশাক পরিধান করা।
  • আটিমিয়া চাষের উপযুক্ত চৌবাচ্চা ও পরিবেশ প্রস্তুত করা।
  • উৎকৃষ্ট উৎস হতে ডিম সংগ্রহ করা।
  • কাজের পর সব যন্ত্রপাতি ও মালামাল পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা।

 

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

ক্রম

নাম

স্পেসিফিকেশন

সংখ্যা

০১এ্যাপ্রোনশিক্ষার্থীর মাপ মতো১টি
০২হ্যান্ড গ্লোভসমাঝারি মাপের১ জোড়া
০৩মাস্কতিন স্তর বিশিষ্ট১টি

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ

 ক্রম নামস্পেসিফিকেশনসংখ্যা 
০১বায়ু সঞ্চালক যন্ত্রছোট২ টি
০২প্লাস্টিক বা কাঁচের পাত্রমাঝারি মাপের৪ টি
০৩পরিষ্কার মিঠা ও লোনা পানি পরিমাণমত
০৪পলিভিনাইল টিউব পরিমাণমত
০৫আর্টিমিয়া ডিম পরিমাণমত

 

(গ) কাজের ধারা

১। আর্টিমিয়া ডিম ফুটানোর জন্য একটি কোণাকৃতির পাত্র জীবাণুমুক্ত করে নাও।

২। ডিম ফুটানোর আগে প্রায় ১৫-২০ মিনিটের জন্য পরিষ্কার সমুদ্রের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নাও।

৩। ডিম ভালোভাবে ফোটানোর জন্য প্রায় ৩.৬ গ্রাম ডিমকে এক লিটার পানিতে ভিজিয়ে রাখ। 

৪। আর্টিমিয়ার নগ্নি সাধারণত আলো প্রতিবেদনশীল হয় তাই আলোর মাধ্যমে এদেরকে একটি কোণে আকৃষ্ট করো।

৫। ডিম থেকে নল্লি বের হওয়ার পর বায়ু চলাচল বন্ধ করে ৫-১০ মিনিট অপেক্ষা করো যাতে করে ডিমের খোসাগুলো ডুবে যায় এবং সদ্য ফোটা নগ্নি আলোর দিকে সাঁতার কাটতে থাকে।

৬। একটি পলিভিনাইল টিউব দিয়ে নগ্নিগুলোকে সাইফনিং করো বা হেঁকে নাও। 

৭। সদ্য সংগ্রহকৃত পরিষ্কার সামুদ্রিক পানি দিয়ে নল্লিগুলোকে ধুয়ে নাও এবং প্রায় ২০ লিটার ধারণক্ষমতার একটি পরিষ্কার পাত্রে রাখ। 

৮। এরপর এই আর্টিমিয়া নগ্নি চিংড়ির লার্ভাকে সরবরাহ করো।

সতর্কতা

১। আর্টিমিয়ার ডিম সংগ্রহের পর খুব ভালভাবে ধুয়ে নিতে হবে যাতে কোন রকম জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা না থাকে।

২। আর্টিমিয়ার ডিম ফুটানোর জন্য সার্বক্ষণিক বায়ু সঞ্চালনের ব্যবস্থা রাখতে হবে। 

৩। আর্টিমিয়ার ডিমে এক ধরনের গন্ধ লক্ষ্য করা যায়। এ গন্ধ দূর করার জন্য ভালোভাবে ধৌত করতে হবে।

আত্মপ্রতিফলন

লার্ভার খাদ্য হিসেবে আর্টিমিয়া চাষের প্রক্রিয়া সম্পর্কে দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added By
Promotion