লে-আউট প্ল্যানের (Layout plan) বিভিন্ন অংশসমূহ ও প্রয়োজনীয়তা

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

লে-আউট প্ল্যানের বিভিন্ন অংশসমূহ নিচে আলোচিত হল-

  • প্লটের সীমানা বা বাউন্ডারি লাইন ও মাপ ।
  • প্লটে কাঠামো বা বিল্ডিং-এর অবস্থান ও মাপ। 
  • প্লট বাঁকা হলে কাঠামোর প্রতিটি কর্ণার বা কোনো অফসেট থাকলে প্রতিটি ভাজ/ব্রেক পয়েন্ট থেকে প্লট পর্যন্ত লম্ব দূরত্ব বা মাপ: 

চিত্র-৭.২.১: রাজউক অনুমাদেনের জন্য অঙ্কিত লে-আউট প্ল্যান

সেট ব্যাক বা (ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী) প্লট থেকে কাঠামো পর্যন্ত জায়গা ছাড়ার পরিমাণ।

সিউয়ারেজ লাইন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা (যদি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকে তবে সেপটিক ট্যাংক, সোক পিট-এর অবস্থান ।

মেইন রাস্তা, ও রাস্তা থেকে বিল্ডিং পর্যন্ত অভ্যন্তরীণ রাস্তা।

পানি সরবরাহের লাইন, গ্যাস সরবরাহ পাইপ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার বা ভূ-গর্ভস্থ জলাধার।

ছোটো-বড় সকল কাঠামোর অবস্থান ও মাপ ।

কোনো খেলার কোর্ট, প্যারেজ এবং জলাধার (Pool) থাকলে তার অবস্থান ও মাপ।

চিত্র-৭.২.২: একটি লে-আউট প্ল্যান-এর প্রয়োজনীয় অংশ

লে-আউট প্ল্যানের প্রয়োজনীয়তাঃ

  • প্লটের সীমানা বা বাউন্ডারি লাইন ও মাপ এবং প্লটে কাঠামো বা বিল্ডিং-এর অবস্থান ও যাপ জানার জন্য এবং সঠিক সেট ব্যাক রাখার জন্য।
  • প্লট বাঁকা হলে কাঠামোর প্রতিটি কর্ণার বা কোনো অফসেট থাকলে প্রতিটি ভাঁজব্রেক পয়েন্ট থেকে প্লট পর্যন্ত লম্ব দূরত্ব বা মাপ নিয়ে সঠিকভাবে কাঠামোটিকে প্লটে বসানোর জন্য ।
  • সিউয়ারেজ লাইন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যদি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকে তবে সেপটিক ট্যাংক, লোক পিট-এর অবস্থান নির্দিষ্ট করার জন্য।
  • মেইন রাস্তা ও রাস্তা থেকে বিল্ডিং পর্যন্ত অভ্যন্তরীণ রাস্তা ও অন্যান্য হাঁটা চলার রাস্তার অবস্থান সঠিক মাপে রাখার জন্য।
  • পানি সরবরাহের লাইন, প্যাস সরবরাহ পাইপ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কোন দিকে হবে এবং প্রধান সাপ্লাই থেকে কিভাবে আসবে সুনির্দিষ্ট ও নিরাপদভাবে তা বসানোর জন্য ।
  • আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ( Under Ground Water Reservoir) বা ভূ-গর্ভস্থ জলাধার-এর অবস্থান নির্দিষ্ট করে সঠিক মাপে নির্মাণের জন্য।
  • ছোট-বড় সকল কাঠামোর অবস্থান ও মাপ নিয়ে প্লটে সঠিক মাপে নির্মাণের জন্য।
  • কোনো খেলার কোর্ট, গ্যারেজ এবং জলাধার (Pool) থাকলে সঠিক মাপে নির্মাণের জন্য ।
Content added By
Promotion