লেদ পরিচিতি

এসএসসি(ভোকেশনাল) - জেনারেল মেকানিক্স- ১ - জেনারেল মেকানিক্স -১ | | NCTB BOOK

বর্তমানে যে সকল মেশিন টুল ব্যবহৃত হচ্ছে, এদের মধ্যে লেদ মেশিন প্রাচীনতম। আদিকাল থেকেই লেপের ব্যবহার চলে আসছে। এক সময় লেদ হাত দিয়ে চালানো হতো। কাঠের চেয়ার, টেবিল প্রভৃতির পায়া তৈরি করতে লেদ ব্যবহার করা হতো। সম্ভবত কুমারের চাকই লেদ মেশিনের ক্রমবিকাশের প্রথম ধাপ এবং পৃথিবীর প্রাচীনতম যন্ত্র। এখন লেদের ব্যবহার শুধুমাত্র কাঠের কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে দৈহিক শক্তির পরিবর্তে বৈদ্যুতিক শক্তি দ্বারা লেদ পরিচালিত হয় এবং ধাতৰ বন্ধু টার্নিং করে জটিল আকৃতি বিশিষ্ট যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহৃত হয়। ইংল্যান্ডে পূরথম লেদের উন্নতি সাধিত হয়। আজকাল বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রকার লেদের উদ্ভব হয়েছে। লেন মেশিনে সাধারণত একমুখো কাটিং টুল (Single Point Cutting Tool) স্পিন্ডলের সাথে সংযুক্ত চাকে বাঁধা অবস্থায় ক্ষুরন্ত কার্যবন্ধুকে কেটে বেলনাকৃতি (Cylindrical), মোচাকার (Conical), ফেসিং (Facing) ইত্যাদি আকৃতির জব ও গ্রেড তৈরি করা যায়।

৪.১.১ লেদ মেশিনের প্রকারভেদ: 

বিভিন্ন প্রকার লেদ মেশিনের নাম ও ছবি-

(ক) উত্ত ওয়ার্কিং লেদ (Wood Working Lathe) 

( খ) মেটাল স্পিনিং লেদ (Metal Spinning Lathe) 

(গ) পলিশিং লেদ (Polishing Lathe)

(ঘ) সেন্টারিং লেদ (Centering Lathe)

বেঞ্চ লেদ (Beach Lathe) ও সেন্টার লেদ (Center Lathe):

(ক) কোন পুলি ড্রাইড সেন্টার লেদ (Cone Pulley Drive Centre Lathe)

(খ) গিয়ার হেড ড্রাইভ সেন্টার লেদ (Gear Head Drive Centre Lathe) 

(গ) টুল রুম লেদ (Tool Room Lathe)

(ঘ) ক্যাপস্ট্যান নেদ (Capstan Lathe)

(s) টারেট লেপ (Turret Lathe)

(চ) ইনডেক্সিং লেদ (Indexing Lathe )

বিশেষ কাজে ব্যবহৃত লেদ (Special Purpose (Lathe):

(ক) ক্রাঙ্কশ্যাফট লেদ (Crankshaft Lathe)

(খ) ক্যামশ্যাফট লেদ (Camshaft Lathe ) 

(গ) হুইল লেদ (Wheel Lathe)

(ঘ) গ্যাপ বেড লেদ (Gap Bed Lathe)

(ঙ) মাল্টিকাট লেদ (Multi-cut Lathe)

(চ) ডুপ্লিকেটিং লেদ (Duplicating Lathe)

• প্রিসিশন লেদ (Precision Lathe) 

• প্রডাকশন লেদ (Production Lathe )

• কপিং লেন (Copying Lathe)

• ভার্টিকেল লেদ (Vertical Lathe)

চিত্র: ১৪.০২ বিভিন্ন প্রকারের লেন

লেদের প্রধান অংশসমূহ

• ৰেড (Bed)

• ফিড রঙ (Feed Rod)

•লিড স্ক্র  (Lead Screw )

• কুইক চেঞ্জ গিয়ার বক্স (Quick Change Gear Box )

• হেডণ্টক (Headstock)

• স্পাইনাল  (Spindle)

• টেইলস্টক (Tailstock)

• ক্যারিজ (Carriage)

• মোটর (Motor)

Content added || updated By
Promotion