লে আউট প্ল্যান (Layout plan), রুফ প্ল্যান (Roof Plan) ল্যান্ডস্ক্যাপ প্ল্যান (Landscape Plan)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK

যে প্ল্যানের মধ্যে- প্লটের সীমানা, প্লটে কাঠামো বা বিল্ডিং এর অবস্থান, মেইন রাস্তা, গ্যাস পাইপ, পানির লাইন, বিদ্যুৎ সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা (যদি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকে তবে সেপটিক ট্যাংক, সোক পিট-এর অবস্থান), এবং সেট ব্যাক (Set Back) বা (ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী) প্লট থেকে কাঠামো পর্যন্ত জায়গা ছাড়ার পরিমাণ দেখানো হয়। তাকে লে-আউট প্ল্যান (Layout plan) বলে।

যে প্ল্যানের মধ্যে প্লট, প্লটে কাঠামো বা বিল্ডিং-এর অবস্থান বা কভার্ড এরিয়া (Covered Area), মেইন রাস্তা, ছাদ, ছাদে বৃষ্টির পানি নিষ্কাশনের ঢাল (Slope ) এর পরিমাণ ও দিক এবং ড্রেনেজ (Drainage) ব্যবস্থা। দেখানো হয় তাকে রুফ প্ল্যান ( Roof Plan) বলে । এছাড়া ছাদে কোনো কাঠামো নির্মাণ করা হলে তার অবস্থান ও মাগ দেখানো হয়।

যে গানের মধ্যে প্লট বা জমির পরিমাণ, প্লটে কাঠামোর অবস্থান, গাছপালার অবস্থান, বাগান, জলাধার (Water Body), সুইমিং পুল (Swimming Pool), যে কোনো ধরনের রাস্তা (প্রাইভ ভরে (Drive Way), ওরাক ওয়ে (Walk Way)], পার্কিং (Parking), ভূমির বন্ধুরতা (Contour) বা উঁচু নিচু, খোলা বা উন্মুক্ত স্থা (Open Space), न (Lawn), খেলার কোর্ট ( Playing Court) ইত্যাদি দেখানো হয় তাকে ল্যান্ডস্কেপ প্ল্যান ( Landscape Plan) বলে।

Content added By
Promotion