ঊর্ধ্বাঙ্গ —শরীরের ওপরের অংশ ।
বিমূঢ় —হতবুদ্ধি, হিতাহিত জ্ঞানশূন্য ।
রুদ্ধ —বন্ধ ৷
দিবালোক —·দিনের আলো ।
পারিপার্শ্বিক অবস্থা —চারপাশের অবস্থা ।
নির্লিপ্ত — কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই এমন
আপাদমস্তক —পা থেকে মাথা পর্যন্ত ।
সরেস —খাঁটি।
অনুনয় —অনুরোধ
ক্যানু —নৌকা-জাতীয় জলযান। ইংরেজি canoe.
শাসানো —ভয় দেখানো ।
রোষ —ক্ষোভ ।
প্রত্যুষ —ভোর
আন্দাজ —অনুমান
বিচিত্রদর্শন —দেখতে উদ্ভট
আচ্ছাদন —আবরণ।
ভ্রূক্ষেপ —তাকানো বা লক্ষ করা ।
উপবাস —না-খেয়ে থাকা ।
বদান্যতা — উদার, দরদি ভাব ।
বলিহারি — চমৎকার।
অগ্রণী —প্রধান নেতা, শ্রেষ্ঠ । এখানে ‘আগ বাড়িয়ে' অর্থে ব্যবহার করা হয়েছে।
আড়মোড়া —আলস্য ভাব।
আড়ষ্টতা —জড়তা।
পরাক্রম —বল, বীরত্ব।
ভূলুণ্ঠিত — মাটিতে পড়ে যাওয়া ।
Read more