হোমিওপ্যাথ — রোগ সৃষ্টিকারী বস্তুর ছোটো অংশ দিয়ে ওই রোগ নিরাময়ের চিকিৎসা-প্রণালি। ইংরেজি homoeopath.
এ্যালোপ্যাথ — ইউরোপীয় আধুনিক চিকিৎসাপ্রণালি বিশেষ। ইংরেজি allopath.
স্পিরিট — · একধরনের রাসায়নিক পদার্থ। ইংরেজি spirit.
স্রেফ — শুধু।
বেতো — বেতের মতো ।
ছাঁদনা — এক ধরনের দড়ি। গরু বাঁধার কাজে ব্যবহৃত হয় ৷
শিকেয় তোলা — শিকা হলো দড়ি দ্বারা নির্মিত থলের মতো বস্তু, যেখানে খাদ্য সংরক্ষণের জন্য হাঁড়ি-পাতিল ঝুলিয়ে রাখা হয়। এখানে শিকেয় তোলা' বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ স্থগিত বা মুলতবি রাখা ।
মওকা — সুযোগ
ওৎ — পূর্বপ্রস্তুতি নিয়ে আক্রমণের জন্য অপেক্ষা করা।
টুটি — গলা বা কণ্ঠনালি ।
জাঁতা — শস্য গুঁড়া করার ভারি যন্ত্র ৷
পিলে — প্লীহা। পাকস্থলির বামপাশে অবস্থিত মানবদেহের একটি অঙ্গ।
প্যাকাটি — পাটকাঠি। ছাল ছাড়ানো শুকনো পাটগাছ।
পুরিয়া — মোড়ক। হোমিওপ্যাথি ওষুধ পরিবেশনের জন্যে ব্যবহৃত প্যাকেট।
কল — ডাক, আহ্বান । এককালে ডাক্তারকে টাকা দিয়ে বাড়িতে ডেকে আনাকে ‘কল’ বলা হতো।
ইংরেজি call.
বাক্যবাগীশ — বাকপটু
ডাশিয়ে — প্রায় পাকা ।
ম্যাপাক্রিন — একধরনের ঔষধ। ইংরেজি mapacrine.
স্টেথো — স্টেথোস্কোপ, হৃৎস্পন্দন মাপার যন্ত্র । ইংরেজি stetho
সিরিঞ্জ — ইনজেকশন দেওয়ার উপযোগী সুচ। ইংরেজি syringe.
বলাই সাধু — শ্রীকৃষ্ণের বড়ো ভাই বলরাম। এখানে ভালো মানুষ অর্থে ব্যবহৃত হয়েছে।
মুণ্ডপাত — শিরশ্ছেদ। এখানে 'অভিশাপ' অর্থে ব্যবহৃত হয়েছে।
কুইনাইন — ম্যালেরিয়া-জ্বরের ঔষধবিশেষ। ইংরেজি quinine.
সব্যসাচী — দুইহাতে সমান পারদর্শী। এখানে ‘দক্ষ' অর্থে ব্যবহৃত হয়েছে।
ট্যাক — কোমর । লুঙ্গি কোমরে বাঁধার সময় যে থলে আকৃতি অংশে টাকা-কড়ি রাখা হয় ।
তম্বি — বকাঝকা করা ।
আঁতিপাতি — পুঙ্খানুপুঙ্খভাবে
ইনজিশন — ‘ইনজেকশন'-এর আঞ্চলিক রূপ। ইংরেজি injection.
Read more