অর্থ ও অর্থান্তর
একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে। বাক্যে প্রয়োগের ওপর শব্দের অর্থ নির্ভর করে। নিচের ছড়াটি পড়ো। এটি সুকুমার রায়ের লেখা। তিনি একজন বিখ্যাত ছড়াকার। তাঁর সবচেয়ে বিখ্যাত ছড়ার বইয়ের নাম 'আবোল তাবোল'। নিচের ছড়াটি সুকুমার রায়ের 'খাই খাই' নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। ছড়াটি পড়ার সময়ে 'পাকা' শব্দটি কত অর্থে ব্যবহৃত হয়েছে খেয়াল করো।
সুকুমার রায়
আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে,
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে।
রোনে জলে টিঁকে রং, পাকা কই তাহারে;
ফলারটি পাকা হয় লুচি দুই আহারে।
হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে,
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে।
লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে?
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে
কান পাকে ফোড়া পাকে, পেকে করে টনটন-
কথা যার পাকা নয়, কাজে তার ঠনঠন।
রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে,
সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে।
পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে।
দুহাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সে।।
শব্দের অর্থ
আহারঃ ভোজন।
ফলারঃ ভাত ছাড়া নিরামিষ খাবার।
কিলানোঃ খিল বা গোঁজা ঢুকানো।
ফাগুনঃ ফাল্গুন।
কুলঃ ফলের নাম।
ফোড়াঃ চামড়ার নিচে ফুলে ওঠা যা।
গোঁফঃ নাকের নিচে গজানো লোম।
রাঁধুনিঃ যে রান্না করে।
জ্যাঠামিঃ অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ।
লুচিঃ ভিতরে ফাঁপা ছোটো পরোটা।
সজোরেঃ খুব জোরে।
উপরের কবিতায় 'পাকা' শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করো।
বাক্যে প্রয়োগ | 'পাকা' শব্দের অর্থ |
---|---|
আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে | |
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে | |
রোদে জলে টিকে রং, পাকা কই তাহারে | |
ফলারটি পাকা হয় লুচি দই আহারে | |
হাত পাকে লিখে লিখে | |
চুল পাকে বয়সে | |
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে | |
কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে | |
বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। | |
কান পাকে কোড়া পাকে | |
কথা যার পাকা নয় কাজে তার ঠনঠন | |
রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে | |
সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে | |
পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে | |
দুহাতে পাকালে গোঁফ তবু নাহি থাকে সে |
মুখ্য অর্থ ও গৌণ অর্থ
একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে, সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। যেমন, 'মাথা' শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের যে অংশের ছবি মনে ভেসে ওঠে, সেটাই মাথা শব্দের মুখ্য
কোনো শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন, 'মেয়েটির মাথা ভালো' বললে মেধা বা বুদ্ধিকে বোঝায়। আবার যদি বলা হয় 'রাস্তার মাথায় যাও", তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায়।
নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো।
কথা | মূখ্য অর্থ | মুখের ভাষা | তাঁর কথা শুনতে ভালো লাগে |
---|---|---|---|
গৌণ অর্থ ১ | প্রস্তাব | তোমার কথা আমি মানতে রাজি | |
গৌণ অর্থ ২ | তিরস্কার | ওর জন্য আমাকে কথা শুনতে হলো | |
কাজ | মূখ্য অর্থ | কর্ম | ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে |
গৌণ অর্থ ১ | কর্তব্য | তোমার কাজ পড়াশোনা করা | |
গৌণ অর্থ ২ | সমাধান | ওর কাছে গেলে কাজ হবে | |
পাগল | মূখ্য অর্থ | মানসিক রোগী | পাগল হয়ে সে এখন পথে পথে ঘুরছে |
গৌণ অর্থ ১ | মুগ্ধ | ভাটিয়ালি গানের পাগল করা সুরে মন ভরে যায় | |
গৌণ অর্থ ২ | অনুরাগী | তিনি কাজ পাগল মানুষ | |
বড়ো | মূখ্য অর্থ | বৃহৎ | বড়ো আমগাছটার নিচে তাকে দেখতে পাবে |
গৌণ অর্থ ১ | বেশি বয়সের | ওর কথা বলছ? ও আমার বড়ো ভাই | |
গৌণ অর্থ ২ | উদার | তিনি অনেক বড়ো মনের মানুষ | |
মুখ | মূখ্য অর্থ | মুখের গর্ত | দাদা মুখে পান পুরে কথা বলা শুরু করলেন |
গৌণ অর্থ ১ | মুখমণ্ডল | (সে মুখে পাউডার দিচ্ছে | |
গৌণ অর্থ ২ | প্রবেশ পথ | গলির মুখে রিকশাটা দাঁড়াল | |
শেষ | মূখ্য অর্থ | সমাপ্ত | কাজটি গতকাল শেষ করেছি |
গৌণ অর্থ ১ | ধ্বংস | আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল | |
গৌণ অর্থ ২ | প্রান্ত | পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি |
অর্থ বুঝে বাক্য লিখি
নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও।
১. মাথাঃ মুখ্য অর্থ গৌণ অর্থ ১ গৌণ অর্থ ২ |
২. হাতঃ মুখ্য অর্থ গৌণ অর্থ ১ গৌণ অর্থ ২ |
৩. কাঁচাঃ মুখ্য অর্থ গৌণ অর্থ ১ গৌণ অর্থ ২ |
৪. কাটাঃ মুখ্য অর্থ গৌণ অর্থ ১ গৌণ অর্থ ২ |
৫. চোখঃ মুখ্য অর্থ গৌণ অর্থ ১ গৌণ অর্থ ২ |
৬. কানঃ মুখ্য অর্থ গৌণ অর্থ ১ গৌণ অর্থ ২ |
অন্যের বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখো।
প্রতিশব্দ
রাত | কবুতর | আনন্দ |
আকাশ | চোখ | ললাট |
হাওয়া | ভাগ্য | ঘর |
কপোত | কপাল | আসমান |
ভবন | পায়রা | ভাগ্য |
বায়ু | খবর | নয়ন |
উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো। একটি করে দেখানো হলো।
রাত | রাত্রি | রজনি |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রতিশব্দ শিখি
একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায়। যেমন, 'আকাশ' না বলে 'আসমান' বা 'গগন' বলা যায়। যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে। নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো।
অনেকঃ বেশি, বহু, প্রচুর, অধিক, অত্যন্ত।
আগুনঃ অগ্নি, অনল, বহি
কন্যাঃ মেয়ে, দুহিতা, ঝি।
তৈরিঃ গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত।
নারীঃ মানবী, মহিলা, স্ত্রীলোক।
দেহঃ শরীর, গা, গাত্র, তনু, অঙ্গ।
পর্বতঃ পাহাড়, আদ্রি, গিরি।
পানিঃ জল, সলিল, নীর, বারি।
পুত্রঃ ছেলে, দুলাল, কুমার।
পৃথিবীঃ জগৎ, ভুবন, দুনিয়া, বিশ্ব, ধরণি।
বনঃ অরণ্য, জঙ্গল, কানন, বনানী।
সমুদ্রঃ সাগর, সিন্ধু, পাথার।
সাপঃ সর্প, অহি, ফণী, নাগ, ভুজঙ্গা
সূর্যঃ রবি, তপন, অরুণ।
হাতঃ হস্ত, কর, বাহু, ভুজ।
প্রতিশব্দ বসিয়ে আবার লিখি
নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো।
আমার ছোটো মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন, রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল ফুলবে। তাঁর ইচ্ছা হলো, তিনিও এই কাজের সাথে যোগ দেবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ। বাসে করেই তাঁকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন, তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোটো মামার মনে হলো, এবার তিনি সত্যিই একটা ভালো কাজ করতে পারবেন।
বিপরীত শব্দ
দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো।
শব্দ | বাক্য |
---|---|
এই শহরে অনেক মানুষ থাকে | এই শহরে অল্প মানুষ থাকে |
বীথির বাড়ি দূরে | |
শুকনো খাবার আমার পছন্দ | |
আজ গরম পড়েছে | |
তিনি ঘুমিয়ে ছিলেন | |
এ জমি উর্বর | |
ভালো কাজ করব | |
তুমি যাও | |
ছেলেটি চালাক | |
কুকুর বিশ্বাসী প্রাণী |
লক্ষ করো, বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলোর অর্থ বদলে গেছে।
বিপরীত শব্দ বুঝি
যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। যেমন, ধনী-গরিব, সৎ-অসৎ, বড়ো-ছোটো ইত্যাদি। নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো।
শব্দ | বিপরীত শব্দ | শব্দ | বিপরীত শব্দ |
---|---|---|---|
অল্প | বেশি | ভিতর | বাহির |
আপন | পর | ভিরু | সাহসী |
লাভ | ক্ষতি | সুন্দর | কুৎসিত |
সরব | নীরব | স্থির | চঞ্চল |
আয় | ব্যয় | হার | জিত |
উপস্থিত | অনুপস্থিত | জয় | পরাজয় |
খুচরা | পাইকারি | হালকা | ভারী |
খাঁটি | ভেজাল | হ্রাস | বৃদ্ধি |
বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই
এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজনা বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো।
শব্দ | বাক্য |
---|---|
এই শহরে অনেক মানুষ থাকে | এই শহরে অল্প মানুষ থাকে না |
বীথির বাড়ি দূরে | |
শুকনো খাবার আমার পছন্দ | |
আজ গরম পড়েছে | |
তিনি ঘুমিয়ে ছিলেন | |
এ জমি উর্বর | |
ভালো কাজ করব | |
তুমি যাও | |
ছেলেটি চালাক | |
কুকুর বিশ্বাসী প্রাণী |
Read more