শিট লে আউট

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ড্রয়িং শিট বোর্ডে স্থাপন করে প্যারালাল বারের সাহায্যে শিটের নিম্নপ্রাপ্ত ও বারের নিম্নপ্রায় মিলিয়ে নিতে হবে। এবার ড্রাফটিং টেপের সাহায্যে চার কোণায় আটকে নিতে হবে। শিট লে আউট করার ও শিরোনাম লেখার জন্য বিভিন্ন মাপ রয়েছে। যেমন শিটের বামপ্রান্তে 1" বা " ও অন্যান্য প্রান্তে »" বা " করে মার্জিন টানতে হয়। শিরোনাম লেখার জন্য শিটের কোণায় বক্স একে বা নিচে অথবা ডানপ্রান্তে 1" লম্বা করে রেখা টেনে এতে প্রয়োজনীয় বিষয়বস্ত্র লেখা হয় 

অর্থাৎ একটি ড্রয়িং শিটের মার্জিন টানার পর সম্পূর্ণ অংশকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি অংশে শিরোনাম লিখা হয় অন্য অংশটি ড্রয়িং এরিয়া হিসাবে ব্যবহার করা হয়।

ড্রয়িং শিটের নিচে শিরোনাম

Content added By
Promotion