প্রিয় শিক্ষার্থী,
আজ খ্রীষ্টধর্ম শিক্ষা বিষয়ক সেশনে এ বছরের জন্য তোমার প্রথম উপস্থিতি। সহপাঠীদের সঙ্গে তুমি পরিচিত হবে। তোমার পরিচয় সবাইকে জানাবে। শিক্ষক ও সহপাঠীদেরও ভালোমন্দ খোঁজখবর নিবে।
এই অঞ্জলির অংশ হিসেবে শিক্ষক তোমাকে বিগত এক সপ্তাহের সংবাদপত্র বা অনলাইন সংবাদ থেকে সমসাময়িক বহুল আলোচিত ঘটনাগুলো পড়তে ও সংগ্রহ করতে বলবেন। শিক্ষকের নির্দেশনাগুলো মনোযোগ সহকারে শুনবে।
সংবাদপত্র সংগ্রহ: তোমার পরিবারে যদি সংবাদপত্র সংগ্রহ বা পাঠের অভ্যাস না থাকে বা আশপাশে কোথাও সংবাদপত্র পাওয়া না যায়, তবে নিকটবর্তী বিক্রয়কেন্দ্র থেকে সংবাদপত্র সংগ্রহ করবে। তোমার মা-বাবা বা পরিবারের কারো যদি স্মার্টফোন থাকে তবে তা ব্যবহার করে তুমি গুগল থেকে অনলাইন সংবাদ পাঠ করবে।
পাঠ ও কাটিং সংগ্রহ: বিগত এক সপ্তাহের সংবাদ থেকে তুমি বহুল আলোচিত ঘটনার বিবরণগুলো পাঠ করে কাটিং সংগ্রহ করবে যেন পরবর্তী সেশনে নিয়ে যেতে পারো। কাটিং সংগ্রহে মা-বাবা/অভিভাবকের সাহায্য নিতে পারো।
ঘটনার বিবরণ উপস্থাপন: এবার তুমি বিভিন্ন সংবাদপত্র বা অনলাইন সংবাদ থেকে সংগৃহীত সমসাময়িক বহুল আলোচিত ঘটনাগুলোর বিবরণ শ্রেণিতে উপস্থাপন করবে। শিক্ষকও তাঁর নিজের সংগৃহীত সংবাদ তোমাদের সামনে উপস্থাপন করবেন। তোমরা শিক্ষকের দ্বারা সংগৃহীত সংবাদটি ভালোভাবে দেখবে, শুনবে ও পাঠ করবে।
মিল খোঁজা ও বাছাই করা: শিক্ষকের দ্বারা উপস্থাপিত সংবাদটির সঙ্গে তোমার ও সহপাঠীদের উপস্থাপিত সংবাদের বিবরণের সঙ্গে মিল খুঁজে বের করবে। যে সংবাদগুলোর মিল খুঁজে পাবে সেগুলো আলাদাভাবে বাছাই করে শ্রেণিতে উল্লেখ করবে। শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বিদায় সম্ভাষণ জানাও।
আরও দেখুন...